
আমরা প্রায় সকলেই চাই যে আমাদের অনুমতি ব্যাতিত কেউ যেন আমাদের কোন ব্যাক্তিগত বা যে কোন file bluetooth এর মাধ্যমে transfer না করে।
কিন্তু কি বলবো ভাই, এই কলি যুগের বন্ধুরা যা হয়েছে না.....
ওরা খালি ফোন টা একবার হাতে পেলেই হয়, তখন ফোনের পারলে mother board খুলে দেখে যে কোন file আছে কি না। মনে হয় যে ফোনের যা কিছু আছে তার উপর ওদের জন্মের আগে থেকে হক আছে। ওগুলা আমার বন্ধুদের উদাহরণ দিলাম। আপনাদের friend রা হয়তো এমন না। যদি এমন হয়ে থাকে তাহলে আপনি আপনার Nokia ফোনের bluetooth টা lock করে এই সব অত্যাচার থেকে সাময়িক মুক্তি পেতে পারেন।
Lock code: *#9990#
unlock code: unlock করতে হলে আপনার ফোন restart করতে হবে।
অনেক ধন্যবাদ কাজ হইছে ভাই । আমারটা নকিয়া মোবাইল
ReplyDeletejene kushi holam
ReplyDelete