Saturday, June 23, 2012

সাপ কি উড়তে পারে?

Leave a Comment

সাপ কি আকাশে উড়তে পারে? পারে বৈকি।
তবে সব গুলো নয়। মোটামুটি ৫ প্রজাতির সাপ
উড়তে পারে। তবে এই উড়াকে পাখির
আকাশে উড়ার সাথে তুলনা করা যাবে না।
সাপের উড়ার পদ্ধতি অনেকটা গ্লাইডিং এর
মত। মোটামুটি ৮০ ফিট দূরত্ব অতিক্রম করতে সক্ষম এরা। লাফ দেয়ার সময়
এরা সরাসরি নিচের
দিকে না পড়ে কিছুটা সামনের
দিকে এগিয়ে যায়। অনেকটা গ্লাইডার এর
মত এরা একটি গাছ
থেকে আরেকটি গাছে উড়ে যায়। বিজ্ঞানিরা সাপের উড়ার ছবি এবং ভিডিও
ধারন করেছেন। তারা গবেষনা করেছেন সাপ
কিভাবে এই কাজটি করে থাকে। ‘আমেরিকান
ফিজিক্যাল সোসাইটি’ লং বিচে হওয়া এক
মিটিং এ বিশ্লেষন করার চেস্টা করেছেন
সাপের উড়ার পদ্ধতিটি। তাদের মতে, উড়ার সময় সাপ তাদের ওজন
কমিয়ে ফেলছে না বা অসম্ভব কিছুও
করছে না। এধরনের সাপগুলো শরীরের
আকৃতি অনেকটা ভোঁতা যা উর্ধমূখী বাতাসের
দ্বারা কিছুটা বাধাপ্রাপ্ত হয়। আর সাপের
আকৃতি অনেকটা এরো ডায়নামিক অর্থাৎ দ্রুতগতিতে সামনের দিকে যাওয়ার সময়
বাতাসের দ্বারা খুব একটা বাধাপ্রাপ্ত হয়
না। চিতা কিভাবে দ্রুত দৌড়াতে পারে এই সম্পর্কিত একটি পোস্টে এরো ডায়নামিক
শেপ নিয়ে লেখা হয়েছে। এধরনের
সাপগুলো একটু বেশি শক্তিশালী হয়ে থাকে।
উড়ার পূর্বে এরা শরীরকে বিশেষ
একটি আকৃতিতে নিয়ে আসে এবং তীব্র
বেগে সামনের দিকে ছুঁড়ে দেয়। এরপর শরীরকে আগ-পিছ করে বাতাসের
সাথে একটি সামঞ্জস্যতা তৈরি করে নেয়
যা এটিকে অনেকটা সামনের
দিকে নিয়ে যায়। একদল বায়োলজিস্ট উড়ন্ত সাপকে ৪৯ ফিট উঁচু
টাওয়ার থেকে ছেড়ে দেয়া এবং এর উড়ার
দৃশ্যটি ভাল মানের ক্যামেরায় ধারন
করা হয়। এরপর সেই ভিডিও বিশ্লেষন
করে তারা বিভিন্ন তথ্য বের করেন। সাপের
উড়ার এই পদ্ধতির উপর নির্ভর করে বিশেষ ধরনের আকাশযান তৈরির কথাও
তারা ভাবছেন যেটি কম জ্বালানি খরচ
করবে। নিচের ভিডিও দুইটি থেকে আরও
ধারনা নিতে পারেন।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment