
ভাল্লুক (Binturong), তবে লম্বা লেজ আছে।
গায়ের রঙ্গ কালচে, বড় লোমে ঢাকা। লেজ
লম্বা শরীরের সমান। শরীরের মাপ ৯০
সেমি. লেজের মাপ ৯০ সেমি. পর্যন্ত হয়।
ওজন ২০ থেকে ২২ কেজি হয় । গেছ-ভাল্লুক মূলত বৃক্ষচারী।
এরা গাছে থাকতে পছন্দ
করে তবে মাটিতেও চলাফেরা করে। গেছ-
ভাল্লুক এক গাছের ডাল থেকে অন্য গাছের
ডালে লাফিয়ে যেতে পারে। এরা বিভিন্ন
বুন ফল, ইঁদুর জাতীয় প্রাণী, পাখি – পাখির ডিম, পোকামাকড় খায়। বাংলাদেশের সিলেট ও চট্রগ্রামের
পাহাড়ি চিরসবুজ বনে গেছ-ভাল্লুকের বাস।
গেছ-ভাল্লুক দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
অবৈধ শিকার, আবাস্থল ধ্বংসের ফলে গেছ-
ভাল্লুক আজ অতি বিপন্নর তালিকায়। বন ও
বন্যপ্রাণী রক্ষা করতে না পারলে আমরা হারাব আমাদের প্রাকৃতিক প্রতিবেশীকে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment