Monday, July 16, 2012

মাদক থেকে বিরত থাকুন,সুখি সমাজ গড়ুন

1 comment

বন্ধুরা, আজ আপনাদের
সাথে মাদকাসক্তি নিয়ে কথা বলব।
মাদকাসক্তি'র সংজ্ঞা হিসেবে বলা যায়- যখন
কোন মাদক দ্রব্যের উপর মানুষ নির্ভরশীল
হয়ে পড়ে, জীবনটা মাদক ছাড়া অসার
লাগে তাকে মাদকাসক্তি বলা হয়। মাদক হল সেই সকল বস্তু
যা মানুষকে নেশাগ্রস্থ করে মানুষের শরীরের
ক্ষতি করে। যেমন হেরোইন, কোকেন, মরফিন
এবং আর অনেক।
সিগারেট দিয়ে মূলত নেশা শুরু হয়
যেটি একটি নিকোটিন জাতীয় পদার্থ। একটি গান মনে পড়ে মাদকাসক্তি নিয়েঃ
"সিগারেট থেকে শুরু........শেষকালে হেরোইন
তারপরে মাদকে- আসক্ত প্রতিদিন
কেন এই বেঁচে থাকা........ কত প্রান ঝরে যাচ্ছে এই মাদকের করাল
গ্রাসে। বাংলাদেশে এই মাদকের গ্রাস
ভয়াবহ। ব্যক্তিগত হতাশা, বন্ধুদের
প্ররোচনা- মাদক দ্রব্য গ্রহনের প্রথম ধাপ।
ব্যক্তিগত হতাশা যেমন প্রেমে ব্যর্থতা,
পরীক্ষায় খারাপ ফল, সকলের চোখে নিজেকে ছোট মনে করা।
মনে রাখবেন, জীবন সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য
উপহার । জীবনে দুঃখ হতাশা আসবেই, সেসময়
বীরের মত তার মোকাবেলা করুন
মাদকে ডুবে দুঃখ হতাশা কিছুক্ষনের জন্য দূর
হবে- যার মূল্য হতে পারে আপনার জীবন। যদি বন্ধুরা প্ররোচনা দেয় তাহলে সেসব
বন্ধুকে ত্যাগ করুন। যারা আপনাকে মাদক
নিতে বলে তারা আর যাই হোক বন্ধু নয়। ক্ষণিক
খুশির জন্য পুরো জীবনকে দুঃখ দেবেন না।
হতাশার সময় মা বাবার কথা ভাবুন, ভাবুন
সেসকল সময়ের কথা যা খুব সুখের। আর যারা ইতিমধ্যেই জড়িয়ে পড়েছেন এ মরন
নেশায়- আপনার প্রিয়জনদের বলুন
তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে।
মাদকাসক্তির অন্ধকার পথ থেকে আসুন আলোর
পথে আর গাইতে থাকুনঃ
"আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা আলো নয়ন ছোঁয়া আমার আলো হৃদয় হরা"
» জনসচেতনতায়ঃ আমাদের চট্টগ্রাম

1 comment: