
যারা মুখের দুর্গন্ধের জন্য প্রায়ই
বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
অফিস, বাসা, স্বামী, স্ত্রী, বন্ধু-
বান্ধবের আড্ডা কোথাও
মনখুলে কথা বলতে সমস্যা হয়ে দাঁড়ায় শুধু মুখের দুর্গন্ধের জন্য। আবার
অনেকেই আছেন যাদের মুখ থেকে থুথু
ফেললে বা ব্রাশ
করলে বা যে কোনো জিনিস দিয়ে অল্প
খোচা লাগলেও রক্ত পড়ে সাধারণত
ডেন্টাল প্লাক, কেলকুলাস (পাথর) ও জিনজিভাইটিস, এই
তিনটি কারণে মুখে দুর্গন্ধ
এবং রক্তপড়ার সমস্যা হয়। এই
সমস্যা দূর করার জন্য ডেন্টাল
স্কেলিং করতে হবে এবং সাথে সাথে ওষুধ
এবং ভিটামিন-সি খেতে হবে। ঠিকমতো চিকিৎসা হলে তা থেকে ১৪
দিনের মধ্যে খুব সহজেই এই সমস্যা দূর
হয়ে যায়।
khub valo post, share korar jonno onek dhonnobad.
ReplyDelete