খোদার মেহেরবাণী
ফররুখ আহমেদ
পয়লা আষাঢ় পয়লা আষাঢ়
হল জানাজানি,
মাঠে-ঘাটে এলো নেমে খোদার মেহেরবাণী।
খোদার রহম অঝোর ধারে
এলো নেমে বন কিনারে
শুকনো মাটি,শুকনো মাঠে
হলো কানাকানি।
ঢাকলো আকাশ মেঘে মেঘে
নদী-নালা উঠলো জেগে;
হিজল তলায় তলায় উঠলো জমে
নিতল,গভীর পানি।
আয় গো তোরা আয় ছুটে
এক সাথে ভাই আয় গো ছুটে
আজলা ভরে নে কুড়িয়ে
খোদার মেহেরবাণী।
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment