Sunday, June 2, 2013
নিজেই তৈরি করুন ফেসবুক ইমো
ফেসবুক ইমোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত,আজকে থেকে মোবাইলে ও ইমো কাজ করছে।
আমি আপনাদের শিখাবো কিভাবে নিজে ফেসবুক ইমো বানাবেন।
ফেসবুক ইমোর মুল সুত্র হচ্ছে [[user name/id code]]
আপনি আপনার/অন্য কারো ইউজারনেম/আইডি কোড [[?]] এই খানে দিলেই নিদ্রিষ্ট আইডির প্রোফাই পিকচার দেখা যাবে ইমো হিসেবে।
যেমনঃআমার ইউজারনেম www.facebook.com/riyadh.hossen
এখন riyadh.hossen কে [[?]] এখানে বসান [[riyadh.hossen]] দেখুন তো আমার প্রোফাইল পিকচারটা শো করতেচে।
আপনি যদি অন্য ইমো ব্যাবহার করতে চান তাহলে একটা পেজ খুলুন,পেজের প্রোফাইল পিকচার হিসেবে পচন্দের ছবি ব্যাবহার করুন।
এর পর [[?]] আইডি কোড বসান।
যেমনঃআমার পেজ www.facebook.com/bloggerRIYADH আপনি [[?]] এইখানে পেজ আকিভাবে নিজেই ইমো তৈরি করবেন।
(দয়া করে কেউ কপি/পেস্ট করবেন না।)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment