Thursday, June 28, 2012

বালুবোড়া সাপ

Leave a Comment
বালুবোড়া নিরীহ, নির্বিষ, শ্লথগতির সাপ।
স্ত্রী সাপ লম্বায় সাধারণত এক মিটার হয়।
পুরুষটি ছোট হয় একটু। লেজসহ লম্বা ঠিক ৬০
সেন্টিমিটার। শুধু লেজ ৫ সেন্টিমিটার।
গলার বেড় প্রায় ৬ সেন্টিমিটার। পিঠের
বেড় ৭ সেন্টিমিটার। লেজের গোড়ার বেড় ৪ সেন্টিমিটার। এই অতি বিরল সাপটির
ইংরেজি নাম Common sand Boa. এদের খাদ্য তালিকায় আছে ধেনো ইঁদুর,
ভরত-পিপিট-ধলটুনি জাতীয় পাখি ও ওদের
ডিম-ছানা, ব্যাঙ ইত্যাদি। অজগরের
মতো এরাও ওত পেতে থেকে শিকার করে।
এরা শিকারকে কাবু করে শরীরের
প্যাঁচে ফেলে। ইঁদুর এদের প্রধান খাদ্য বলে এরা কৃষকের
বন্ধু বলে পরিচিত। বালুবোড়াকে অনেক সময়
শিশু অজগরও বলা হয়। বালুবোড়ার আর একটি বিশেষ বৈশিষ্ট্য
হলো, এই সাপ ডিম পাড়ে না, বাচ্চা প্রসব
করে। একত্রে ৫-৭টি বাচ্চা দেয়। জন্মের
সময় বাচ্চারা থাকে ৪-৫ ইঞ্চি লম্বা।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment