Saturday, April 13, 2013
উইকিলিকসে শেখ মুজিবের শাসনকাল
অতি গোপনীয় নথি ফাঁস
করে বিশ্বব্যাপী আলোড়ন
সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকস
এবার প্রকাশ করেছে বাংলাদেশের
প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর
রহমানের শাসনকালের নানা দিক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের এসব গোপনীয়
নথিতে উঠে এসেছে ১৯৭৩-৭৫ পর্যন্ত
আওয়ামী লীগের
শাসনামলে বাংলাদেশের
অর্থনীতি ও রাজনীতির চালচিত্র। গুরুত্ব
পেয়েছে বাংলাদেশে কূটনৈতিক
সম্পর্ক। এতে স্থান
পেয়েছে সে সময়ের ভারত-
বাংলাদেশ সম্পর্ক এবং চীন-
পাকিস্তানেরসঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নানা দিক।
কূটনৈতিক এসব রিপোর্টে শেখ
মুজিবের শাসনকালের মূল্যায়ন
করা হয়েছে। দুর্লভ তথ্য
রয়েছে বাংলাদেশের খাদ্যসঙ্কট ও
দুর্ভিক্ষ সম্পর্কে।
বর্ণনা আছে অর্থনৈতিক সঙ্কট, চোরাচালান, দুর্নীতি ও
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে।
গোপন এসব নথিতে রয়েছে সব দল
নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা,
সংবাদপত্রের কণ্ঠরোধ,
দেশে জরুরি অবস্থা জারিসহ সেই
সময়কার প্রতিটি ঘটনারই নির্মোহ
বিশ্লেষণ। নথিতে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণ, ঢাকায়
জুলফিকার আলী ভুট্টোকে বীরোচিত
সংবর্ধনা ও সামরিক
অভ্যুত্থানে শেখ মুজিবের মৃত্যু
সম্পর্কেও রয়েছে বহু অজানা তথ্য।
মুজিব শাসনের বর্ণনাসম্বলিত
উইকিলিকসের যে তথ্য
দেশবাসী যাতে না জানতে পারে তা
জন্য মাহমুদুর রহমানকে গ্রেফতার
করা হয়েছে, সেসব তথ্য পাবেন
নিচের লিঙ্কগুলোতে।
1.CONSTITUTION IS CHANGED: MUJIB NOW PRESIDENT
2.NEW COUNCIL OF MINISTERS EQUALS OLD CABINET
3.SHEIKH MUJIB: THE NEW MUGHAL
4.CHAIRMAN MUJIB: THE NATIONAL PARTY IS ANNOUNCED
5.MORE MEMBERS FOR THE NEW PARTY
6.EK NETA, EK DESH: MUJIB GOES TO THE PEOPLE
7.COMING ATTRACTION FOR JUNE: BAKSAL LEADERSHIP
উইকিলিকস এ শেখ মুজিব এর শাসনামলে আরো জানতে এখানে
ক্লিক করুন।.......
ঘটনাগুলোর হেডলাইনের (Subject
অপশনটিতে দেখুন) উপর ক্লিক
করলে সেই ঘটনার বিস্তারিত
জানতে পারবেন। আরও সংবাদ
জানতে পেজটির নিচে এসে “Get Next
20”, “Get Next 100”, “Get Next 500” এর যে কোন একটিতে ক্লিক করুন।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment