Tuesday, May 29, 2012
গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস>>হাতে ও পায়ে 26 টি আঙুল
অন্য
কেউ
হলে নির্ঘাত
দুঃখ
কিংবা হতাশা প্রকাশ
করত। কিন্তু
হারাম্ব
অশোক
কুমথেকার
বরং গর্ব
বোধই করছেন। দুই হাতে ছয়টি করে ১২টি আঙুল এবং দুই পায়ে সাতটি করে ১৪টি আঙুল নিয়ে কোনো হতাশা নেই তাঁর। ২৪ বছরের এই ভারতীয় যুবক তাঁর বাড়তি আঙুলের বিষয়টি ভালোভাবেই গ্রহণ করেছেন। জন্ম থেকেই অশোকের হাত ও পায়ে ছয়টি আঙুল বেশি।
হাতে ও পায়ে আঙুলের সংখ্যায় অশোক সবার চেয়ে এগিয়ে ঠিকই, কিন্তু তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এখনো নাম লেখাতে পারেননি। কারণ, তাঁর সব আঙুল আলাদা নয়, বেশ কয়েকটি জোড়া লাগানো। এ কারণেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আঙুলের সংখ্যায় এখন পর্যন্ত শীর্ষ স্থানটি ধরে রেখেছেন তাঁরই স্বদেশি দেবেন্দ্র হার্ন। দেবেন্দ্রের দুই হাতে ১২টি এবং দুই পায়ে ১৩টি আঙুল রয়েছে। তাঁর সবগুলো আঙুলই আলাদা।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অশোক নাম লেখাতে না পারলেও লিমকা বুক অব রেকর্ডসে ঠিকই তাঁর নাম উঠেছে। লিমকা বুক অব রেকর্ডসকে ভারতের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলা হয়।
বাড়তি আঙুলের জন্য অশোক গর্ব বোধ করলেও মাঝেমধ্যে অস্বস্তি বোধ করেন। তিনি স্বীকার করেছেন, অতিরিক্ত আঙুলের কারণে তিনি ঠিকমতো হাতে দস্তানা এবং পায়ে জুতা পরতে পারেন
না।
এমনকি আঙুলগুলো তিনি ঠিকমতো নড়াচড়াও করতে পারেন না। ব্যবসাশিক্ষায় স্নাতক সম্পন্ন করেছেন অশোক।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment