বাংলাদেশের রাজশাহী জেলার মাত্র ১৩
বছর বয়সের একটি ছেলে যার নাম ফারহান
বিন মুহীত। এত অল্প বয়সেই তার
উদ্বাবনী কৃতিত্বের জন্য এবার সে সম্মানিত
হয়েছে নিজের নাম গিনেস বুক অব
ওয়াল্র্ডে উঠিয়ে। বিশ্ব সেরা হিসেবে এটা তার জন্য এক অমূল্য
পুরস্কার। সত্যিই এ প্রাপ্তিযোগ তার জীবন
চলার
পথে তাকে আরো এগিয়ে নিয়ে যাবে নতুন কিছু
করার উদ্দীপনায়। মুহীত ১৪ মার্চ
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডে সর্বকণিষ্ঠদের
মধ্যে তার কর্মের জন্য সেরা নির্বাচিত হয়।
এ অলিম্পিয়াডে ১৯৪টি দেশের ২০০
শিক্ষার্থী অংশ নেয়। এর আগে মুহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক
অলিম্পিয়াড-২০১১-তেও প্রথম হয়েছিল। মুহীত এ সম্মান অর্জনের
প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে,
ভবিষ্যতেও সে তার এ সাফল্যের
ধারাকে ধরে রাখার চেষ্টা অব্যাহত
রাখবে।
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment