Tuesday, May 29, 2012
আমাদের মস্তিষ্ক সম্বন্ধে দারুন কিছুতথ্য………..
আমাদের মস্তিষ্ক কি জিনিস সেটা …চলুন
তাহলে আজকে সেটা জেনে নিই তার কত
ক্ষমতা….আমরা সবাই জানি মস্তিষ্কের ধারণ
ক্ষমতা অনেক বেশি কিন্তু পরিমান কত
তা আমরা অনেকেই জানি না…..আমাদের
মস্তিষ্কটা তিন পাউন্ডের একটি জিনিস যার ক্ষমতা শুনলে মানুষ বিশ্বাসই
করতে চাইবে না ,ডক্টর ওয়াল্টারের
মতে যদি মানুষের মস্তিষ্কের
সমমানে একটি বৈদ্যুতিক ব্রেইন
তৈরী করা হয় তাহলে তার খরচ
টাকা গুনলে ১৫০০,০০০০০০০,০০০০০০০ টাকা পরবে সেই পরিমান
টাকা দিয়ে বর্তমান সময়ে প্রায়
অত্যাধুনিক দশহাজার কোটি কম্পিউটার
কেনা সম্ভব আর এই যান্ত্রিক মস্তিষ্কের
আয়তন হবে আটারটি এক’শ তলা বিল্ডিং এর
সমান আর এটা চালাতে এক হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ এর প্রয়োজন
হবে তাহলে দেখুন তার কত ক্ষমতা …..এবার
দেখুন তার ব্যবহার …….আমরা আমদের
মস্তিষ্ককে ভালভাবে ব্যবহার
করি না ,বললে বিশ্বাস
হবে কিনা জানি না মানুষে মস্তিষ্ক সেকেন্ডে ১০-১৫ টি শব্দ ধারণ
করতে পারে বিজ্ঞানীরা বলে মানুষের
মস্তিষ্কে ২২ লক্ষ সেল আছে সাধারণ মানুষ
তার থেকে মাত্র ৩% সেল ব্যবহার
করে বাকী গুলো বেকার হয়ে পড়ে থাকে আর
বিজ্ঞানী বুদ্ধিজীবি শ্রেণীর মানুষ ব্যবহার করে ১১ থেকে ১২% …..আজ
এতটুকুতে থাক পরে এ সম্বন্ধে কিছু ব্লক
পোস্ট করব দোয়া রাখবেন…….ভাল থাকবেন
সবাই এই কামনায় রইল………. বি:দ্র-কয়েকটি বই পড়ে তথ্য
গুলো দিয়েছি বানাওট নয় ….
0 মন্তব্য(সমূহ):
Post a Comment