ডিকশনারি শব্দটির সাথে আমরা সবাই কম
বেশি পরিচিত। ডিকশনারি মানে অভিধান।
বাজারে অনেক ভাষার
ডিকশনারি কিনতে পাওয়া যায়।
ডিকশনারিগুলো স্বভাবগত ভাবে বেশ বড়,
মোটা ও ভারী হয়ে থাকে। ফলে তা বাইরে সাথে করে নিয়ে যাওয়া মোটেও
সুখকর নয়। ডিকশনারি হল এমন একটা জিনিস
যা সর্বদা কাছে রাখা যায় কিন্তু এই বড়
মোটা ও ভারী কাগজের
ডিকশনারি সাথে করে নিয়ে বেড়ানো কষ্টকর
আবার তাতে শব্দ খুঁজাও ঝামেলার। তাই ডিকশনারি ডিজিটাল সংস্করণ বের
করা হয়েছে। আবার কম্পিউটারেও
ডিকশনারি বিভিন্ন সফটওয়ার বের
করা হয়েছে। তবে বর্তমান সময় সকল
অভিধানকে পিছনে ফেলে দিয়েছে মোবাইল
ডিকশনারি। কারন প্রয়োজনে- অপ্রয়োজনে মোবাইল ফোন যেন আমাদের
সবচেয়ে কাছের বন্ধু। এবং সময়ের সাথে তাল
মিলিয়ে হয়ে ওঠেছে আমাদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ। এই সফটওয়ারগুলো আপনি আপনার
মোবাইলে ইন্সটল করার মাধ্যমে সহজেই
যেখানে সেখানে ডিকশনারির ব্যবহার
করতে পারবেন। সাধারণত মোবাইলে কোন এপ্লিকেশন ইন্সটল
করতে গেলে কম্প্যাবিলিটি নিয়ে সমস্যা দেখা দেয়
মানে সকল মডেলের মোবাইল ফোনে সকল
ধরণের সফটওয়্যার ইন্সটল হয় না। আমার
দেওয়া এই সফটওয়্যারটগুলো সকল ব্র্যান্ডের
জাভা সমর্থিত মোবাইলফোনেই চলে তাই এটি ব্যবহার স্বস্তিদায়ক। মোবাইলে বাংলা ও ইংলিশ
ডিকশনারী থাকলে বিভিন্ন সময় তা আমাদের
প্রয়োজনে সাহায্য করতে পারে। অত্যন্ত
ব্যবহারবান্ধব এই
ডিকশনারীগুলো আপনি ডাউনলোড করে আপনার
মোবাইল ফোনে ইন্সটল করে নিতে পারেন। কেন ব্যাবহার করবেন ১) ইংলিশ পেপার পড়ে ইংলিশ শিখতে চান,
কিন্তু ওয়ার্ড না বুজায় আটকাইয়া যান…।। ২) পরীক্ষার হলে সিনোনিম , এনটীনিম
কুশেচেনের এন্সার করতে পারেন না……… ৩) খালি বানান ভুল করেন আর স্যার বা বসের
ঝাড়ী খান ৪) ওয়ার্ড প্রেক্টিস করতে চান ৫)যারা টিউশিনি করেন তাদের জন্য
তো বাধ্যতামূলক একটা মোবাইল
ডিকশনারী দরকার…। ৬)যারা IELTS ও TOFEL কোর্স করছেন……। অক্সফোর্ড ( Oxford) ডিকশনারীঃ নিচের অক্সফোর্ড
ডিকশনারী গুলো সম্পর্কে আমার বলার কিছু
নাই যা বুঝার আপনারা বুঝে নেন………।। Oxford .jar Download link:–> http://www.mediafire.com/?
3x2t56v1g79mc9j Oxford ConciseEnglish .jar Download link:–> http://www.mediafire.com/?
mdwcx5gf3yrx993 Oxford Thesaurus (Register with any key).jar Download link:–> http://www.mediafire.com/?
92llej2o4l9s6jt Oxford Business.v2.14..jar Download link:–> http://www.mediafire.com/?
scuq0pw8hhc9a2h Oxford Idioms.v2.14.0.jar Download link:–> http://www.mediafire.com/?
nnhugvesd6p87mq Oxford Medical.Dictionary.v2.14.0..jar Download link:–> http://www.mediafire.com/?
vcmbufhw58s2pd5 Xclusive…….. মোবাইল ডিকশনারীঃ আমার প্রিয় সব মোবাইল ডিকশনারী …সবার
কাজে লাগবে আশা করি……।। Xclusive English dictionary( Reg Key 59555).jar Download link:–> http://www.mediafire.com/?
rrn705p3qrzzqvf Cambridge advance dictioary .jar Download link:–> http://www.mediafire.com/?
86f2rl8nh01eiug Cambridge Am English .jar Download link:–> http://www.mediafire.com/?
ocsjumb4n4jvknz Advanced English Dictionary .zip Download link:–> http://www.mediafire.com/?
59iu211ufidxui4 Bangla dictionary E2B .jar Download link:–> http://www.mediafire.com/?
56pvepqayu5v751 Bangla Dictionary.zip Download link:–> http://www.mediafire.com/?
15ujjbmbdxvfw3g BanglaDictionary small.jar Download link:–> http://www.mediafire.com/?
n44tr8ipmeueowm BanglaDictionary .jar Download link:–> http://www.mediafire.com/?
7ed3yg5et3xzhda Dictionary v2.6.jar Download link:–> http://www.mediafire.com/?
zh83n37ab82zja9
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment