Tuesday, May 29, 2012

গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস>>বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি

Leave a Comment

প্রযুক্তির যুগে নিত্য নতুন কত কিছুই না আগমন
ঘটছে... এবং প্রতি নিয়ত আমাদের
বিষ্ময়ে তা কড়া নাড়ছে। এবার গিনেস বুক অব
ওয়ার্ল্ডে সবচেয়ে বড় গাড়ি হিসেবে নাম
লিখালো আমেরিকার
ক্যালিফোর্নিয়াতে তৈরী একটি গাড়ী। শুধু গাড়ী বললে ভুল'ই হবে কারন এতে যুক্ত আছে অনেক কিছুই যা একটি গাড়ির ভিতর
থাকবে তা কল্পনার বাহিরে।
গাড়ি'টি লম্বায় ৩০.৫ মিটার বা ১০০ ফিট।
গাড়িটি চালাতে ২৬ টি চাকা ব্যবহার
করা হয়। এটির ডিজাইন করেছেন
ক্যালির্ফোনিয়ার বুরব্যাঙ্কের জে হরবির্গ। গাড়িটি বানানোর মুল লক্ষ্য হল হলিউডের
চলচ্চিত্রে ব্যবহার। এছাড়া বিভিন্ন
প্রদর্শনী তে এটি উন্মক্ত করা হবে।
সুইমিং পুল, বেড রুম, বসার জন্য আছে বিলাস
বহুল চেয়ার... এছাড়া ভিতরে আছে বড় স্পেস...
কিন্তু গাড়ির জন্য একটাই সমস্যা আছে তা হলো এটি পরিচালনা বা ড্রাইভিং করার
ক্ষেত্রে সমস্যায় পড়েতে হয় কারন এই বিশাল
গাড়িটি ড্রাইভারের নিজের আয়ত্তে রাখা খুব কষ্টকর

0 মন্তব্য(সমূহ):

Post a Comment