Sunday, May 27, 2012

বনের রাজা সিংহ সম্পর্কে কিচু তথ্য জেনে নেই...........

Leave a Comment
আসসালামু আলাইকুম।কেমন আছেন আপনারা?আজ আমরা জানবো সিংহ সম্পর্কে।




সিংহ ফেলিডি পরিবারের প্রাণী যা প্যানথেরা গণের চারটি বৃহৎ বিড়ালের একটি।সিংহের মূলত
দুটি প্রজাতি বর্তমানে পাওয়া যায়।
একটি হল আফ্রিকান সিংহ অপরটি হল
ভারতীয় সিংহ।আফ্রিকান সিংহ
মোটামুটি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল
জুড়ে পাওয়া গেলেও অল্প সংখ্যক ভারতীয় সিংহ শুধুমাত্র ভারতের গির
অভয়ারণ্যে পাওয়া যায়।সংখ্যাধিক্যের
দরুণ সিংহ বলতে তাই আফ্রিকান সিংহকেই
বোঝায়। আকৃতি ও খাদ্যাভাস সিংহ বিশালকায় প্রাণি।ওজন ১৫০
থেকে ২৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে।
লম্বায় মাথা থেকে পা পর্যন্ত প্রায়
৫'৭"-৮'২" পর্যন্ত হয়ে থাকে।সিংহ
মাংশাষী প্রাণি।বিভিন্ন জাতের
হরিণ,জেব্রা,বন্য মহিষ,জিরাফ,শূকর এদের খাদ্য।
সবাই ভাল থাকবেন।আল্লাহ হাফেজ।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment