আপনি হয়তো মাঝে মধ্যেই আপনার আত্মীয়
স্বজন বা বন্ধু বান্ধবের কাছ
থেকে জানতে পারেন যে তার দামি Mobile
টি চুরি হয়ে গেছে। কখনও কখনও এই
ঘটনাটি আপনার নিজের সাথেও ঘটে থাকে।
শখের দামি Mobile টি চুরি হয়ে যাওয়া মানে যে কি সেটা কেবলমাত্র
সেই বলতে পারে যার হারিয়েছে। কিন্তু
যদি এমন হত যদি চুরি হয়ে যাওয়া Mobile
টি নিজে নিজেই নষ্ট হয়ে যেত? তাহলে অন্তত কিছুটা হলেও
শান্তি পাওয়া যেত এই ভেবে যে চোর তখন আর
ওই Mobile টি ব্যবহার করতে পারবেনা। এর
ফলে Mobile
চুরি হওয়া অনেকাংশে কমে যাবে। Mobile চুরি রোধ করার জন্য Apple তাদের
iphone এ নতুন প্রযুক্তি যুক্ত করেছে। যার
ফলে চুরি হওয়া Mobile টি নিজে নিজেই
নষ্ট হয়ে যাবে। এক কথায় Self-Destruct
হবে। এই বিষয়ে একটি Video আপনাদের
সাথে শেয়ার করলাম।
http://http://bit.ly/L7L21v
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment