Saturday, June 30, 2012

লংকাবি বেন্ট টোড গেকো

Leave a Comment
উত্তর-পশ্চিম মালয়েশিয়ার
একটি দ্বীপে ডক্টর লি গ্রিসমার এবং তার
দল ২০০৮ সালে এই অনন্য সাধারণ
টিকটিকিটি আবিষ্কার করেন। চমৎকার দৃষ্টিশক্তি ব্যবহার
করে এরা বনে শিকার ধরে। এই বনের
টিকটিকিগুলো সম্প্রতি লাইমস্টোন গুহায়
খুঁজে পাওয়ায় এগুলোকে এ দশকের আবিষ্কার
বলা হয়েছে। উলেস্নখযোগ্য কিছু পার্থক্য ছাড়া গুহার
টিকটিকিগুলো বনের টিকটিকির মতো একই
রকম দেখতে। ডক্টর গ্রিসমার মনে করেন, এই
টিকটিকিগুলো গর্তে থাকা বিষাক্ত সাপ
এবং অন্যান্য শিকারী প্রাণী এড়ানোর জন্য
গুহায় বাস করছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment