Friday, June 15, 2012

আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ০৪)|আপনার ব্লগের মোট পোস্ট ও মন্তব্যের সংখ্যা প্রকাশ করুন।

Leave a Comment
আসসালামু আলাইকুম।কেমন আছেন ব্লগার ভাইয়েরা?
আজ আমি আপনাদের সাথে জটিল একটি উইজেট(wedgets)এর কোড দিবো।
উইজেট টি দ্বারা আপনার ব্লগের মোট পোস্ট কতটি এবং মোট মন্তব্যের সংখ্য কতটি তা প্রকাশ করতে পারবেন।
এই জন্য যা করতে হবে....
এই খান থেকেফাইলটি ডাওনলোড করুন।
এখন blogger.com এ গিয়ে লগ ইন করুন।এরপর ডাসবোর্ড থেকে ডিজাইনে প্রবেশ করুন।পৃর্ষ্ঠা উপাদান গুলি এ জান....
Add a gedgets...এ ক্লিক করুন।

HTML/JavaScript এ জান।এবার ডাউনলোড করা .txt ফাইল থেকে কোড গুলি HTML/JavaScript এ রাখুন।
লক্ষ্য করুনঃএই কোড টার ভিতরে দুই স্থানে Your-Blog-Url.blogspot.com এই লেখাটি রয়েছে সেই স্থানে আপনার ব্লগের Url টি দিন।
শিরোনাম দিবেন এই ভাবে
"ব্লগ পরিসংখ্যান"
এবার কোডটি সেভ করুন।
এখানেই কাজ শেষ।
.
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
আল্লাহ হাফেজ।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment