টেলিটকের তৃতীয় প্রজন্মের ডাটা সেবা সকল
গ্রাহক পাবেন না বলে জানা গিয়েছে।
সম্প্রতি প্রকাশিত দৈনিক ইত্তেফাক
এরপ্রতিবেদন থেকে জানা গিয়েছে সীমিত
সংখ্যক গ্রাহককে লটারির মাধ্যমে এই
সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
পত্রিকা সূত্রে আমরা জানতে পেরেছি সর্বশেষ
তিন মাসে টেলিটকের যে সকল গ্রাহক এক
হাজার টাকার অধিক খরচ করেছেন তাদের
মধ্যে থেকে লটারির মাধ্যমে মাত্র কয়েক
হাজার গ্রাহককে তৃতীয় প্রজন্মের ডাটাসেবা প্রদান করবে টেলিটক। বর্তমান
টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৪ লাখ।
লটারি বিজেতাদেরকে কোন রকমের
বাড়তি খরচ ছাড়াই টেলিটকের
থ্রি জি সেবার সাথে যুক্ত করবে টেলিটক।
আগস্ট মাসে প্রধানমন্ত্রী থ্রিজি সেবা উদ্বোধন
করবেন এবং সেপ্টেম্বর মাসের শেষ
দিকে প্রথমবারের মতো দেশের মানুষের
হাতে পৌঁছাবে দ্রুত গতির মোবাইল
ইন্টারনেটসেবা। এছাড়া টেলটক তার
থ্রিজি সেবার মাধ্যমে গ্রাহক সংখ্যা ২০ লাখে উন্নিত করতে পারবে বলে আশা করছেন
তিনি।
এদিকে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক
মুজিবুর রহমান জানিয়েছেন থ্রি জি’র সিম
বিক্রির ক্ষেত্রে টেলিটক
ভর্তুকিনা দিয়ে লাভ করার সিদ্ধান্ত নেয়ায় থ্রিজি’র গ্রাহকদেরকে বাড়তি এক হাজার
টাকা প্রদান করতে হবে। প্রাথমিক
পর্যায়ে তিন লাখের মত গ্রাহক এই
সুবিধা পাবেন।
টেলিটক সূত্র জানিয়েছে, পুরনো গ্রাহকদের
বাছাই করতে ‘ব্যবহার’ পদ্ধতি বেছে নিয়েছেন তারা। জুলাই, আগস্ট
এবং সেপ্টেম্বর মাসে যেসব গ্রাহক ন্যূনতম
এক হাজার টাকা খরচ করবেন তাদের মধ্য
থেকে লটারির মাধ্যমে নির্বাচিত
করা হবে ভাগ্যবান বিজয়ীদের।
আগামী রবিবার থেকে এই বিষয়টি উল্লেখ করে থ্রিজি’র বিজ্ঞাপন প্রচার শুরু হবে।
অগ্রীম আবেদন জমা নেবার কারন
হিসেবে প্রতিষ্ঠানটি তার অতীত অভিজ্ঞতার
কথা উল্লেখ করে। ২০০৪ সালে টেলিটকের
যাত্রার সময় সিমের আবেদন নিয়ে যেমন
হুড়োহুড়ি হয়েছিল এবার যেন তা না হয় সে জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবেদন
বেশি পড়লে লটারির মাধ্যমে নির্বাচন
করা হবে।
এ মুহূর্তে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার
গ্রাহকরাই শুধু থ্রিজি সেবা পাবেন
বলে জানিয়েছে টেলিটক। তবে এ বছরের মধ্যেই চট্টগ্রাম
এবং সিলেটে থ্রিজি সেবা বিস্তৃত করার
ইচ্ছাও প্রকাশ করেছে তারা। ঢাকায় প্রায়
চারশ বিটিএস (বেজ ট্রান্সমিশন স্টেশন)
থ্রিজি সেবা দেয়ার উপযোগী হতে চলেছে।
আগামী ১৭ জুলাই নেটওয়ার্ক সোয়াপ করা হবে বলে জানা গিয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন
আহমেদ রাজু বলেছেন, কয়েক দিনের মধ্যেই
বিজ্ঞাপন প্রচার করা হবে।
গ্রাহকরা যাতে সর্বনিন্ম খরচে দ্রুতগতির
ইন্টারনেটসহ থ্রিজি’র অন্যান্য সেবা উপভোগ করতে পারেন তার ব্যবস্থাও করা হচ্ছে।
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
valo hoise
ReplyDelete