আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায়
খুজে পাই,
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাধি সুর, আমি এই বাংলার
মায়াভরা পথে হেটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের
সুর,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ .............. আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই,
আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি,
বাংলায় জেগে রই,
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায়
হাহাকার, আমি সব
দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায়
চিত্কার,
বাংলা আমার দৃপ্ত শ্লোগান, ক্ষিপ্ত
তীরধনুক,
আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ ............... আমি বাংলায় ভালোবাসি,
আমি বাংলাকে ভালোবাসি,
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি,
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র
শ্রদ্ধায়, মেশে তের নদী সাত সাগরের জল গঙ্গায়
পদ্মায়,
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ ............... আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান
গাই......
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment