Tuesday, July 3, 2012

শবে বরাতে সবাই ক্ষমা প্রাপ্ত হয়; কেবল মুশরিক আর হিংসুটে ছাড়া!!!

Leave a Comment

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকেই
সাধারণত শবেবরাত বা লাইলাতুল বারাআত
বলে আমাদের সমাজে প্রশিদ্ধ। যদিও
আরবীতে তাকে লাইলাতুম মিন নিছফি শা’বান
বলা হয়। শবে বরাতের ফজিলত সম্পর্কে ইবনু মাজাহ
নামক কিতাবের ১৩৮০ নাম্বার হাদিসে আবু
মুসা আশআরী এবং সহীহ আত তারগীব ওয়াত
তারহীব নামক কিতাবের ১০২৬ নাম্বার
হাদিসে মুআজ ইবনে জাবাল
রাঃ হুমা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রাসুলুল্লাহ সাঃ বলেন

লাইলাতুম মিন নিছফি শা’বানে আল্লাহ তাআলা বিশেষ ভাবে প্রকাশ পান। আর
সকলকেই ক্ষমা করে দেন, তবে যারা মুশরিক
আর যারা হিংসুটে তাদেরকে ছাড়া।
[ইবনু মাজাহ-১৩৮০, আস সিলসিলাতুস
সহীহা-১১৪৪, সহীহ আত তারগীব ওয়াত
তারহীব-১০২৬] তাই আসুন, আমরা যাবতীয় শিরকি কাজকর্ম
থেকে বিরত থাকি। আজ জান্নাতী সাওগাত
এসেছে মুক্তির, তাই
মনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেই
হিংসা আর বিদ্বেষ থেকে। সকল মুসলমান ভাই
ভাই হয়ে যাই। তবে শবে বরাতের রহমত বরকত আর কল্যাণ আপনারই জন্য।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment