কোকাকোলা একটি জনপ্রিয় পানীয়
যা আমরা কম-বেশি পান করে থাকি ।
আমরা এটাও জানি যে,
কোকাকোলা কোম্পানি ইসরাইলের
মালিকানাধীন এবং এ কোম্পানি তার সব আয়
ব্যয় করে মুসলিম নিধনের কাজে । কিন্তু আমরা কি জানি, এ কোকাকোলা লেখার
মাঝে কি লুকিয়ে আছে ।
কোকাকোলা লগোটি আপনি যদি আয়নাতে ধরেন,
তাহলে আপনি দেখতে পাবেন
আসলে ওটা কি লেখা ।
আয়নাতে দেখা যাবে আরবিতে লেখা হইয়াছে ‘ লা মুহাম্মদ লা মক্কা ’ অর্থাৎ মুহাম্মদ এবং মক্কাকে না বলুন
বা বর্জন করুন ! (নাউযুবিল্লাহ)
ছবিতে বিশ্লেষণ করে দেখানো হয়েছে ।
ছবিটা ভালভাবে দেখলে আপনিও
বুঝতে পারবেন বিষয়টা । লগোটি এমনভাবে প্যাচিয়ে গঠন
করা হয়েছে, যারা আরবী বুঝেন না তাদের
বুঝতে কষ্ট হবে ।
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment