↓প্রশ্নঃ অনেকেই “বিসমিল্লাহির রাহমানির
রাহিম” না লিখে ‘৭৮৬’ লিখে থাকে।
এটা কি ঠিক?
↓ উত্তরঃ
ডাঃ জাকির নায়েকঃ কিছু লোক আছে যারা আরবী বর্ণমালাগুলোর
নির্দিষ্ট মান দিয়ে যোগফল বের করে। তারপর
ঐ মান দিয়ে তারা কোনো আয়াত
বা দোয়া বা কোনো নাম নির্দেশ করার
চেষ্টা করে। উদাহরণ দিয়ে বলা যায় “বিসমিল্লাহির
রাহমানির রাহিম”-এর ‘বা’, ‘আলিফ’, ‘সিন’ এ
বর্ণমালাগুলোর মান বসিয়ে তার বের করেছেন
৭৮৬ আবার ৯২ দিয়ে বুঝান মুহাম্মাদ (সা)
এভাবে আরো অনেক কিছু। কিন্তু এমন ব্যবহার
কোরআন বা সহীহ হাদীসের কোথাও পাওয়া যায় না। কিছু লোক তর্ক করে যে, আমরা যখন
আরবি বর্ণমালা না পাই, তখন দাওয়াতপত্র
ভিজিটিং কার্ড
ইত্যাদি ছাপাতে সংখ্যাগুলো লিখি। কিন্তু
আমার কথা হলো,
আপনি আরবী শব্দটি ইংরেজিতে বানান করে লিখেন। আর যদি মনে করেন সবাই
বুঝবেনা তাহলে অনুবাদ লিখতে পারেন। যেমন
“পরম করুনাময় দাতা ও দয়ালু আল্লাহ্র নামে”.
এত সহজ উপায় থাকতে এমন কঠিন ও
বিদঘুটে পদ্ধতির প্রয়োজন কি? আসলে বিভিন্ন সংখ্যা নিয়ে বিভিন্ন
ধারনা আমাদের সমাজে দেখা যায়। যেমন
পশ্চিমা সমাজে ১৩
সংখ্যাটিকে অপয়া ভাবা হয়।
তারা বলে ‘আনলাকি থার্টিন’. আবার
তারা ৬৬৬ দ্বারা বুঝায় শয়তান। আমাদের ভারতীয় উপমহাদেশে চোর, বাটপার,
ফটকাবাজদের ৪২০বলা হয়। এর অবশ্য কারণ
আছে, ভারতীয় উপমহাদেশের সবদেশেই
যদি কোন চোর বাটপার ধরা হয়
তাহলে তাকে যে ধারায় শাস্তি দেয়া হয়
সেটি পেনাল কোডের ৪২০ নং ধারায় বর্ণীত। তাই যদিও কারণ আছে তবুও অনেকে না বুঝেই
বলে। যারা বলেন যে বিভিন্ন বর্ণের অবস্থানগত
মান যোগ করে ঐ শব্দের প্রতিনিধিত্বকার
ী সংখ্যা বের করেছেন, তাদের আমি সমর্থন
করি না।
কারন, একই মান দিতে পারে এমন
সংখ্যা দুটি শব্দের প্রতিনিধিত্ব করতে পারে। যার একটি ভালো অন্যটি খারাপ।
সে ক্ষেত্রে আপনি কোনটি গ্রহন করেবেন? উদাহরণ দেই, যদি বলি ইংরেজি বর্ণ B এর
মান ১ এবং A এর মান৭ আর ধরুন D এর মান ৪/
এখন যোগ করলে আমরা পাই ১২/ অর্থাৎ BAD
(খারাপ)এর সংখ্যাগত মান পেলাম ১২/ এখন G
এর মান ২, O এর মান ৩, D এর মান ৪
ধরলে GOOD এর মান কত?দেখুন ২+৩+৩+৪=১২. অর্থাৎ (GOOD)ভালো এর
সংখ্যাগত মান পেলাম ১২ । এখন আমি ১২ কে ভালো বা মন্দ
কোনটা নির্দেশক বলব?
যদি প্রথমটি মেনে বলি ১২ একটি মন্দ
নির্দেশক তখন পরে আবার দেখলাম
সংখ্যাটি যে মান
ধরে নেয়া হয়েছে তা ভালকেও নির্দেশ করে। তাই যারা ‘বিসমিল্লাহ্’ কে ৭৮৬
দ্বারা প্রকাশ করেন তাদেরকে বলি, এমন
অনেক শব্দ পাবেন যেগুলোর বর্ণের মান যোগ
করলে ৭৮৬ পাওয়া যাবে। সেশব্দ
বা বাক্যগুলোর কিছু হতে পারে ভালো আবার
কিছু হতে পারে খারাপ নির্দেশক। তাই কোনো মুসলমানকেই সমর্থন করিনা যখন
সে ৭৮৬ দ্বারা বিসমিল্লাহ প্রকাশ করে।
আশাকরি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন।
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment