Sunday, August 12, 2012

এবার ভারতেরমুম্বাইয়ে পুলিশ-মুসলমানসংঘর্ষে নিহত ২

Leave a Comment
ভারতের বাণিজ্যিক
রাজধানী মুম্বাইয়ে পুলিশ ও
মুসলিম বিক্ষোভকারীদের
মধ্যে সংঘর্ষে অন্তত দু'জন নিহত
ও কয়েক ডজন আহত হয়েছেন। কিছুদিন আগে ভারতের উত্তর-
পূর্বাঞ্চলীয় অসম
রাজ্যে মুসলিম-
বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গার
প্রতিবাদে গতকাল (শনিবার)
মুম্বাই নগরীতে হাজার হাজার মুসলমান প্রতিবাদ-
বিক্ষোভে নামলে পুলিশের
সঙ্গে তাদের এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশের হামলার
প্রতিবাদে উত্তেজিত জনতা ইট-
পাটকেল নিয়ে আইন-
শৃঙ্খলা বাহিনীর
বিরুদ্ধে রুখে দাঁড়ায়
এবং কয়েকটি বাস ও পুলিশের ভ্যান ভাংচুর করে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ
করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড
গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। মুম্বাই পুলিশের কমিশনার অরুপ
পাটনায়েক দাবি করেন, আহত
হওয়ার পর ওই দুই মুসলিম
বিক্ষোভকারী মারা গেছেন;
পুলিশের গুলিতে নয়।
তিনি আরো দাবি করেন, অসম দাঙ্গায় গণমাধ্যমের মুসলিম-
বিরোধী পক্ষপাতমূলক ভূমিকার
কারণে বিক্ষোভকারীরা গতকালের
সংঘর্ষের সময় মিডিয়ার
তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছেন। গত মাসের শেষ দিকে ভারতের
অসম রাজ্যে উগ্র
বোড়োরা সংখ্যালঘু মুসলিম-
বিরোধী দাঙ্গা শুরু করে। এতে এ
পর্যন্ত প্রায় ৮০ জন নিহত ও চার
লাখের বেশি মানুষ ঘর- বাড়ি ছাড়া হয়েছে।
ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই
মুসলমান সম্প্রদায়ের মানুষ।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment