ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি প্রত্যেক ইউজারের
প্রোফাইলে টাইমলাইন বাধ্যতামূলক করেছে ।
এইটাই মলাইনের
মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জন্ম
থেকে এ পর্যন্ত বিভিন্ন ঘটনা, অর্জন
ইত্যাদি সাজিয়ে রাখতে পারবেন। তবে এবার এই আলোচিত-সমালোচিত
টাইমলাইন নিয়ে মামলায় পড়লো ফেসবুক ।
অভিযোগ উঠেছে, টাইমলাইন প্রোফাইলের
পদ্ধতিটির পুরোটাই “চুরি” করেছে ফেসবুক।
চীনের চার বছর পুরনো ওয়েব
কোম্পানি কিউবিক নেটওয়ার্ক দাবি করেছে, ২০০৮ সালে তারা তাদের সাইটে ঠিক
টাইমলাইনের মতোই একটি বৈশিষ্ট্যচালু
করে যেখানে ব্যবহারকারীর বিভিন্ন
কার্যক্রম
বা অ্যাক্টিভিটি সময়ানুক্রমিকভাবে দেখানো হয়
। কোম্পানিটির প্রতিষ্ঠাতা জিওন ওয়ানলি স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই
টাইমলাইন বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন । এই
বিশ্ববিদ্যালয়েই ফেসবুকের
প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ
পড়াশোনা করতে বলে বিশ্বাস করা হয়
বলে লিখেছে দি টেলিগ্রাফ । কিউবিক নেটওয়ার্ক ২০০৮ সালে টাইমলাইনের মতোই
একটি ডিজাইন দেখানোর পর ২০১১
সালে ফেসবুকের বার্ষিক ডেভেলপারদের
সম্মেলন এফ৮-এ টাইমলাইনের
ঘোষণা দেয়া হয় । এ সময় ফেসবুকের
প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, অনেক মানুষ প্রতিদিন
তাদেরজীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ফেসবুকে শেয়ার
করে থাকেন যা সময়ের সঙ্গে সঙ্গে তাদের
প্রোফাইল পাতা থেকে আড়ালে চলে যায়।
সারা বছর কাজ করে ফেসবুক এই নতুন
টাইমলাইন চালু করেছে যাকে তারা বলছে নিজের জীবনের
গল্প বলার একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি ।
তবে এই “সম্পূর্ণ নতুন”
কথাটি নিয়ে আপত্তি আছে চীনা প্রতিষ্ঠান
কিউবিক নেটওয়ার্কের । তারা সম্ভাব্য
পেটেন্ট ভঙ্গের অভিযোগ দায়ের করেছে ফেসবুকের বিরুদ্ধে। সাধারণত
ব্যবহারকারীরা ওয়েবসাইটে পরিবর্তন খুব
একটা সহজভাবে মানিয়ে নিতে পারেন না।
টাইমলাইন ডিজাইনটি চালু হওয়ার পর প্রচুর
সংখ্যক ব্যবহারকারী এর
সমালোচনা করেছেন এবং আজও অনেকে টাইমলাইন থেকে পুরনো প্রোফাইল
পদ্ধতিতে ফিরে যাওয়ার উপায় খুঁজছেন।
কিন্তু এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর
পছন্দ-অপছন্দকে পাত্তা না দিয়ে ফেসবুক
বেরসিকের মতো বাধ্যতামূলক
করেছে টাইমলাইন প্রোফাইল।
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment