Tuesday, August 14, 2012

ষাঁড়ের দৌড় উৎসব

Leave a Comment
স্পেনের পাম্পলোনা শহরে ষাঁড়ের দৌড়
উৎসব হলো স্পেন এবং পুরো বিশ্বের এক
আলোচিত ঘটনা। ১৯১১ সাল
থেকে চলে আসছে ষাঁড় আর মানুষের
মধ্যে শক্তি পরীক্ষার এ বিপজ্জনক লড়াই
আর অ্যাডভেঞ্চারের উৎসব। শুধু স্পেনের মানুষই নয়, এ উৎসবে যোগ দিতে বিশ্বের
বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার
বিলাসীরা প্রতিবছর পাম্পলোনায়
এসে জড়ো হন। স্পেনের এ উৎসব যথেষ্ট
হইচইয়ে ভরা। চলে জুলাইয়ের সপ্তাহজুড়ে।
সারারাত পানভোজনের পর সকাল...বেলায় তাগড়া চেহারার ষাঁড়দের
খেপিয়ে দিয়ে তাদের আগে-পরে দৌড়।
এরপর সেই ষাঁড়দের লড়াইয়ের অ্যারিনার
মধ্যে টেনে এনে সেখানে ম্যাটাডোরের
লড়াই। এই হচ্ছে মোটের ওপর উৎসবের
চেহারা। এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এ বিপজ্জনক খেলায়। প্রতিবছরেই ষাঁড়ের
দৌড়ের বার্ষিক উৎসবে দু-চারজন করে আহত
হয় স্পেনের পাম্পলোনা শহরে। কিন্তু
তাতে মানুষের উৎসাহে তেমন
ভাটা পড়েনি, বরং দিনদিন বেড়ে চলছে এর
জনপ্রিয়তা।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment