Wednesday, August 15, 2012

আপনার blogspot সাইট কে সাজান নিজের মত করে(পর্বঃ১৩)|আপনার ব্লগে যুক্ত করুন HTML সার্চ বক্স।

2 comments
আসসালামু আলাইকুম।ব্লগার ভাইয়েরা কেমন আছেন?অনেকদিন টিউন করা হয়নি তাই ক্ষমাপ্রার্থী।ইনশাআল্লাহ,প্রতিদিন টিউন করার চেষ্টা করবো।আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তা হচ্চেঃ HTML search BOX


HTML SEARCH BOX

HTML SEARCH BOXএর কাজ কি?

আমাদের ব্লগের টেম্পলেট এর সাথে যে সার্চ বক্স তা java script.
এই সার্চ বক্স দিয়ে সব ফাইল তথ্য পাওয়া জায়না।তাই এই সার্চ বক্সের গুরুত্ব সর্বত্র অপরিসীম।যাদের ব্লগের লেবেল বা সার্চ বক্স এ সব পোস্ট পাওয়া যায়না তারা এটি ব্যাবহার করবেন।
এচাড়াও এটি ব্যাবহারে আপনার ব্লগের সুন্দর্য্য বৃদ্ধি হবে।

যেভাবে ব্যাবহার করবেনঃ

ব্লগার ডট.কম এ গিয়ে আপনার একাউন্ট লগিন দিন।এর পর ডিজাইনে ক্লিক করে Add a gadgets এ ক্লিক করে এই কোড টি বসান।
ব্যাস কাজ শেষ।
ডেমো দেখতে এখানে click করুন।
কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
ভালো লাগরে আমার blog থেকে ঘুরে আসার আমন্তর্ণ রইল।সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।

2 comments: