Sunday, August 26, 2012

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে Mobileএ ভর্তির আবেদন

Leave a Comment
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩
শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদের
১৪টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে ।
আর ভর্তির আবেদন করা যাবে মুঠোফোনের
মাধ্যমে।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত টেলিটকের প্রিপেইড সংযোগের
মাধ্যমে ভর্তির আবেদনপত্র পূরণ করা যাবে ।
আবেদন ফি ৫০০ টাকা এবং সার্ভিস চার্জ ৫০
টাকা লাগবে । ভর্তি পরীক্ষা হবে ১৫ ও ১৬
নভেম্বর ।
মুঠোফোনে ভর্তি ফরম পূরণের নিয়ম এখানে বলাহলোঃ
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে COU
এইচএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম
তিনটি অক্ষর এইচএসসি পরীক্ষার রোল নম্বর
এইচএসসি পাসের সাল
এসএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর এসএসসি পরীক্ষার রোল নম্বর
এসএসসি পাসের সাল কাঙ্ক্ষিত ইউনিটের
কিওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস
করতে হবে । উদাহরণঃ COU DHA 123456
2012 DHA 123456 2010 A
উদাহরণটি ঢাকা বোর্ডের এবং COU A ইউনিটের জন্য । এখানে ১২৩৪৫৬-এর
জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের
এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর
দিতে হবে। কেউ ২০১১ সালে এইচএসসি পাস
করে থাকলে ২০১২-এর জায়গায় ২০১১
লিখতে হবে । বিভিন্ন বোর্ডের জন্য
লিখতে হবে কুমিল্লা COM , বরিশাল BAR ,
চট্টগ্রাম CHI , সিলেট SYL , ঢাকা DHA ,
দিনাজপুর DIN , যশোর JES , রাজশাহী RAJ ,
মাদ্রাসা MAD , কারিগরি VOC , ব্যবসায়
শিক্ষায় ডিপ্লোমা DIB , বাণিজ্যে ডিপ্লোমা DIC , ব্যবসায়
ব্যবস্থাপনায় এইচএসসি HBM , বিদেশ OT ।
এসএমএস পাঠানোর পর সব তথ্য সঠিক
হলে ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম,
ভর্তি পরীক্ষার ফি ও একটি পার্সোনাল
আইডেন্টিফিকেশন নাম্বার (PIN) জানিয়েসম্মতি চাওয়া হবে । তখন ১৬২২২
নম্বরে আবেদনকারীকে আরেকটি এসএমএস
পাঠিয়ে সম্মতি জানাতে হবে।
সম্মতি জানানোর জন্য প্রথমে COU YES PIN
মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস
পাঠাতে হবে । এখানে মোবাইল ফোন নম্বরের জায়গায় আবেদনকারীর সঙ্গে যোগাযোগের
জন্য নিজে ব্যবহার করতে পারে এমন
কোনো অপারেটরের একটি মোবাইল নম্বর
লিখতে হবে ।
উদাহরণঃ COU YES 654321
01XXXXXXXXX এই উদাহরণের ৬৫৪৩২১-এর জায়গায়
আবেদনকারীর নিজ PIN বসাতে হবে।
উল্লেখ্য, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই
কেবল আবেদনকারীর মোবাইল ফোন
থেকে ভর্তি পরীক্ষার ফি ৫৫০
টাকা কেটে নেওয়া হবে, অন্যথায় কোনো ফি কাটা হবে না ।
আবেদনকারীর টেলিটক প্রিপেইড মোবাইল
ফোনের পর্যাপ্ত পরিমাণ
টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার
নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএসের
মাধ্যমে সঙ্গে সঙ্গেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে। একবার এসএমএস
করে আবেদনকরলে তা আর প্রত্যাহার
করা যাবে না ।
ও/এ লেভেলের
ক্ষেত্রে আবেদনকারীকে নিচের উদাহরণ
অনুযায়ী ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণঃ COU GCE 123456 2012 A
এখানে ১২৩৪৫৬-এর জায়গায় আবেদনকারীর এ
লেভেলের নিজ নিজ candidate
নম্বরটি বসাতে হবে ।
কোটায় ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীর
ক্ষেত্রেঃ নির্দিষ্ট কোটায় আবেদন করতে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী ১৬২২২
নম্বরে এসএমএস করতে হবে। নির্দিষ্ট
কোটাগুলো হলোঃ মুক্তিযোদ্ধা সন্তান
কোটা (FFQ), আদিবাসী জাতি কোটা (TQ), অ-
আদিবাসী কোটা ( NTQ ), শারীরিক
প্রতিবন্ধী কোটা (PDQ)। এখানে অ- উপজাতি বলতে আদিবাসী অঞ্চলে স্থায়ীভাবে বসবাসকারী বাঙালিদের
বোঝানো হয়েছে ।
উদাহরণঃ COU DHA 123456 2012 DHA
123456 2010 A FFQ
উদাহরণটি ঢাকা বোর্ডের এবং COU A
ইউনিটের মুক্তিযোদ্ধার সন্তান (FFQ) কোটার জন্য।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment