সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
আশা করি সকলে ভালো আছেন ।
আজ আপনাদের সাথে একটি দারুন টিপস্ শেয়ার
করব ।
টিপসটি হল যেকোন ব্রাউজার এ ক্যালকুলের
ব্যবহার করা । বিশ্বাস হচ্ছে না বুঝি?
কিন্তু এটি সত্য ।
এখন থেকে যেকোন ব্রাউজারকে ব্যবহার
করতে পারবেন Calculator হিসেবে ।
এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করলেই হবে :
প্রথমে আপনার পচ্ছন্দের ব্রাউজার এর Address Bar ওপেন করুন এরপর
সেখানে নিম্নলিখিত কোড লিখে visit করুন ।
তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার
কাঙ্ক্ষিত
ফলাফল ।
প্রয়োজনীয় কোডসমূহ : >> কোনো কিছু যোগ করার জন্য :
javascript:alert(a+b)
* উদাহরণ স্বরূপ:
javascript:alert(2+3)
>> কোনো কিছু বিয়োগ করার জন্য :
javascript:alert(a-b) * উদাহরণ স্বরূপ:
javascript:alert(9-7)
>> কোনো কিছু গুণ করার জন্য :
javascript:alert(a*b)
* উদাহরণ স্বরূপ:
javascript:alert(3*3) >> কোনো কিছু ভাগ করার জন্য :
javascript:alert(a/b)
* উদাহরণ স্বরূপ:
javascript:alert(9/3)
>> সূচক এর ক্ষেত্রে :
javascript:alert(Math.pow(x,y)) * উদাহরণ স্বরূপ:
javascript:alert(Math.pow(2,3))
>> বর্গমূলের ক্ষেত্রে :
javascript:alert(Math.sqrt(9))
* উদাহরণ স্বরূপ:
javascript:alert(Math.sqrt(9)) >> Modules i.e. the remainder of
the integer division of a by b :
javascript:alert(a%b)
* উদাহরণ স্বরূপ:
javascript:alert(6%4)
>> Minimum/Maximum মান বের করার ক্ষেত্রে :
javascript:alert(Math.min(a,b,c,d))
javascript:alert(Math.max(a,b,c,d))
* উদাহরণ স্বরূপ:
javascript:alert(Math.min(3,5,1,9))
javascript:alert(Math.max(3,5,1,9) )
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment