ফররুখ আহমেদ

পয়লা আষাঢ় পয়লা আষাঢ়
হল জানাজানি,
মাঠে-ঘাটে এলো নেমে খোদার মেহেরবাণী।
খোদার রহম অঝোর ধারে
এলো নেমে বন কিনারে
শুকনো মাটি,শুকনো মাঠে
হলো কানাকানি।
ঢাকলো আকাশ মেঘে মেঘে
নদী-নালা উঠলো জেগে;
হিজল তলায় তলায় উঠলো জমে
নিতল,গভীর পানি।
আয় গো তোরা আয় ছুটে
এক সাথে ভাই আয় গো ছুটে
আজলা ভরে নে কুড়িয়ে
খোদার মেহেরবাণী।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment