Tuesday, May 29, 2012

গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস>>পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহিলা

Leave a Comment

বিশ্বের সবচেয়ে খর্বকায় নারীভারতের
শিক্ষার্থী জ্যোতি আমগে বিশ্বের
সবচেয়ে খর্বাকৃতির নারীর খেতাব
পেয়েছেন। তাঁর উচ্চতা ৬২ দশমিক ৮
সেন্টিমিটার (দুই ফুট সাত ইঞ্চি)। গতকাল
শুক্রবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ কথা নিশ্চিত করেছে।
নাগপুরে পরিবার ও বন্ধুবান্ধবের
সঙ্গে ১৮তম জন্মদিন উদ্যাপনের পর
আমগেকে বিশ্বের সবচেয়ে খর্বকায় নারীর
খেতাব দেওয়া হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড
রেকর্ডসের বিচারক রব মলয় বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের
উপস্থিতিতে চিকিৎসক ২৪ ঘণ্টার
মধ্যে আমগের উচ্চতা তিনবার মেপেছেন।
তবে সামান্য তারতম্য হওয়ায় আমরা গড়
উচ্চতাকেই গ্রহণ করেছি।’ সবচেয়ে খর্বাকৃতির নারী নির্বাচিত
হওয়ার পর আমগেকে আনুষ্ঠানিকভাবে সনদ
দেওয়া হয়। এ সময় তাঁর বাবা কিষান ও
মা রঞ্জনা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী লাল
শাড়ি পরা আমগে বলেন, ‘সনদ পেয়ে আমি খুব আনন্দিত।’ রব মলয় বলেন,
‘এটি প্রতীকী রেকর্ড।’
আমগের উচ্চতা চার মাসের কন্যাসন্তানদের
গড় উচ্চতার সমান। তিনি বলিউডের
অভিনেত্রী হতে চান বলে তাঁর
বাবা জানিয়েছেন। এর আগে বিশ্বের সবচেয়ে খর্বকায় নারীর
খেতাব ছিল ব্রিজেত জর্ডানের। তাঁর
বাড়ি যুক্তরাজ্যের ইলিনয় অঙ্গরাজ্যে।
জর্ডানের উচ্চতা ৬৯ দশমিক ৪৯
সেন্টিমিটার।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment