Tuesday, May 29, 2012

গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস>>পৃথিবীর সবচেয়ে ছোট গাড়ি

Leave a Comment

শাম্মী শিল্পী তুলতুল এই পৃথিবীতে মানুষের অসাধ্য কিছুই নেই, এই কথাটি আসলেই সত্যিই। মানুষ তার চিন্তা, মেধাকে কাজে লাগিয়ে অসাধ্যকে সাধন করে যাচ্ছেন একের পর এক। তেমনি ব্রিটেনের বাকিংহাম শায়ারের অধিবাসী ৪৭ বছর বয়সী পেরিওয়াট কিংস একটি ছোট্ট গাড়ি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। যার নাম তিনি রাখেন উইন্ড আপ। এর উচ্চতা ৪১, দৈর্ঘ্য ৫১ আর প্রস্থ ২৬ ইঞ্চি। ‘উইন্ড আপ’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র গাড়ি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। রাস্তায় চলার অনুমতিও পায় এই ক্ষুদ্র গাড়িটি। পেরি ওয়াটকিংস ছোট এই গাড়ির বাইরের অংশের জন্য পয়সা দিয়ে চালানো বাচ্চাদের খেলনা গাড়ির মডেল অনুকরণ করেছেন। গাড়ির চাকা হিসেবে লাগানো হয় হোন্ডা মানকি মোটর সাইকেলে ব্যবহৃত চাকা। গাড়িটির জন্য পেরি ব্যবহার করেছেন ১৫০ সিসি ইঞ্জিন। ক্ষুদ্র এই গাড়িটি প্রতি ঘণ্টায় প্রায় ৩৭ মাইল বেগে চলতে পারে। অন্য সব গাড়ির মত এই গাড়িতে রয়েছে আয়না, হেডলাইট, স্টিবেল্টের মত আরো প্রয়োজনীয় জিনিস। গাড়ির মালিক ও চালক পেরি জানান গাড়িটি দেখলে মানুষ প্রথমে অবাক দৃষ্টিতে তাকাত। কিন্তু কিছুক্ষণ পর তারা হেসে উঠে বলত এত ছোট গাড়ি। জানা যায় গাড়ির প্রতি আকর্ষণ সব সময় ছিল পেরির। এর আগেও পেরির নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড এ পৃথিবীর সবচেয়ে নিচু ছাদের গাড়ি তৈরির জন্য। সেই গাড়ির নাম ছিল ‘ফ্ল্যাট মবিল’। এটি পেরির দেওয়া নাম ছিল|

0 মন্তব্য(সমূহ):

Post a Comment