Wednesday, May 30, 2012

গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস>>বিশ্বের সবচেয়ে লম্বা বিড়াল

Leave a Comment


অনেক খবরের পর এবার এসেছে বিড়ালের
খবর। এবার পৃথিবীর দীর্ঘতম বিড়াল
হিসেবে গিনেস রেকর্ড এর মুকুট
পড়লো ‘স্টিউয়ি’ নামের এক বিড়াল।
মেনি প্রজাতির এই বিড়ালের দৈঘ্য ৪৮.৫
ইঞ্চি। ‘স্টিউয়ি’ নামের এই বিড়ালের মালিক যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের
হেন্ড্রিকসন ব্রান্ডনেস। তিনি বলেন, আজ
থেকে তিন বছর আগেই স্টিউয়ির লম্বা আকার
আমাদের চোখে পড়ে। তাকে সবাই আশ্চর্য
হয়ে বলতো ‘কত লম্বা` বিড়াল’। কিন্তু
আমরা তা নিয়ে চিন্তা করতাম না। এর আগে গিনেস বুক দীর্ঘতম বিড়ালের রেকর্ড
ছিল ৪৮ ইঞ্চি। যা স্টিউয়ি এর চেয়ে ০.৫
ইঞ্চি কম।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment