Wednesday, May 30, 2012

গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস>>বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কোরআন

Leave a Comment


ইরাকের বাগদাদ ইউনিভার্সিটির চারুকলা বিভাগের স্নাতকধারী হুসেইন আল-খারসান। ২৫ বছর বয়সের টগবগে তরুণ। হাঁটুগেঁড়ে বিশাল একটি পৃষ্ঠার ওপর বসে একটি ঐতিহ্যবাহী কাঠ ও পালকের কলমে অক্লান্তভাবে লিখে চলেছেন পবিত্র কোরআনের একেকটি আয়াত। চোখ জুড়ানো প্রতিটি অক্ষর। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খারসানের লক্ষ্য বিশ্বের সবচেয়ে দীর্ঘতম
কোরআনের প্রতিলিপি তৈরি করা। স্বপ্ন দেখছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর। আর তাই রাত-দিন খেটে লিখে চলেছেন তিনি। খারসান বললেন, কোরআনের এ প্রতিলিপিটি হবে সাড়ে ৫ হাজার মিটার থেকে ৬ হাজার মিটারের মধ্যে বা ৩ দশমিক ৪ মাইল থেকে ৩ দশমিক ৭ মাইল পর্যন্ত দীর্ঘ। (০৬-০৫-২০১২) এই সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন পাঠকের মন্তব্য সমূহ পাঠকের একান্ত
ব্যক্তিগত মতামত। পাঠকের মন্তব্যের
জন্য সম্পাদক দায়ী নয়।
অব্যশ্য তার নাম উঠে গেছে ওয়াল্ড রেকড এ।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment