Tuesday, May 29, 2012
গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস>>বাংলাদেশের হালিম
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন আবদুল হালিম। এর আগে সবচেয়ে বেশিবার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ায় এই গৌরব অর্জন করেছিলেন টেবিল টেনিসের জোবেরা রহমান লিনু। মাথায় বল নিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের রেকর্ডধারীর স্বীকৃতি পেয়েছেন হালিম।
গত ২২ অক্টোবর বল মাথায় নিয়ে নিজেকে বিশ্বসেরা প্রমাণের পরীক্ষায় নামতে হয় তাঁকে। সেদিন বল মাথায় নিয়ে ১৫.২ কিলোমিটার হেঁটে দেখান
হালিম। মোট ৩৮ ল্যাপে এ দূরত্ব অতিক্রম করে তবেই থেমেছিলেন তিনি।পুরো দৃশ্যই ভিডিওতে ধারণ করে তা পাঠানো হয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সদর দপ্তরে। তিন মাস অপেক্ষার পর গতকাল হালিম পেয়েছেন কাঙ্ক্ষিত স্বীকৃতি। আগে এই রেকর্ডটি ছিল মালয়েশিয়ার ই মিং লোর। ২০০৯ সালের ২১ আগস্ট মাথায় বল নিয়ে ১১ কিলোমিটার ১২৯ মিটার হেঁটেছিলেন তিনি।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment