Tuesday, May 29, 2012

গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস>>পৃথিবীর সবচেয়ে লম্বা মানব

Leave a Comment

খাটো মানুষকে নানা বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু ভারতের আসাদুল্লাহ খান লম্বা হয়ে পড়েছেন বিড়ম্বনায়। লম্বা হওয়াটা তার জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জামা-জুতা কেনার মতো সমস্যায় আগে থেকেই ছিলেন। মাপমতো খাটও পাওয়া কষ্টকর। কিন্তু এখন তার সবচেয়ে বড় সমস্যা তিনি পাত্রী পাচ্ছেন না। ৭ ফুট ১০ ইঞ্চি লম্বা ২৪ বছর বয়স্ক আসাদুল্লাহর মর্মবেদনা তাই আরেকটু বেড়েছে।
ভারতের উডিশা রাজ্যের কেন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা আসাদুল্লাহ খান বলেন, ‘আমার উচ্চতা এখন অভিশাপ। গাড়ি, বাস বা ট্রেনে কোথাও যেতে পারি না। কোনো সামাজিক উৎসবেও যোগ দিতে পারি না, যেখানেই যাই, অনেক লোক দল বেঁধে ঘিরে ধরে। আমাকে ক্ষ্যাপায়।
তিনি জানান, ‘আমার মা হন্যে হয়ে পাত্রী খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। কেউ আমার মতো লম্বা লোককে বিয়ে করতে চায় না।’
তিনি জানান, তিনি আয়নাতেও নিজের মুখ দেখতে পান না, আয়না ছোট মনে হয়। ‘কারো সাথে হাত মেলাতে হলে আমাকে ঝুঁকতে হয়।’
তিনি বলেন, ‘আমার ১৬ ইঞ্চি লম্বা পায়ের জন্য জুতা খুঁজে পাই না। তবে কেন্দ্রপাড়ার এক মুচি সম্প্রতি আমার জন্য একজোড়া জুতা বানিয়ে দিয়েছেন।’
আসাদুল্লাহ জানান, ১৪ বছর বয়স থেকে তার অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়েছে, ২৪ বছর বয়স পর্যন্ত আমি বেড়েছি।’
আসাদুল্লাহদের মূল বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনিপুর জেলায়। পাঁচ বছর আগে তারা উডিশায় পাড়ি জমান। পেশায় রাজমিস্ত্রী।
তিনি জানান, তিন বছর আগে আমার আব্বা ইন্তিকাল করেছেন। ফলে এখন আমাকেই পরিবারের জন্য আয়-উপার্জন করতে হচ্ছে। তিনি জানান, রাজমিস্ত্রির কাজ করে তার দিনে আয় হয় ১৫০ থেকে ২০০ রুপি।
আসাদুল্লাহর অস্বাভাবিক উচ্চতা তার জন্য বেশ লাভজনক বিবেচিত হতো যদি রেকর্ড বইগুলোতে তিনি তার নাম সংযোজন করতে পারতেন। কেন্দ্রপাড়া সিটিজেন ফোরামের আমর বিসওয়াল বলেন, ‘আসাদুল্লাহ সম্ভবত ভারতের দীর্ঘতম জীবিত মানব। তবে সে নিরক্ষর হওয়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে তার কোনো ধারণা নেই।’
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, তুরস্কের সুলতান কোসেন এখন বিশ্বের দীর্ঘতম জীবিত মানব। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি|

0 মন্তব্য(সমূহ):

Post a Comment