Tuesday, May 29, 2012

গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস>>শারজাহ স্টেডিয়াম

Leave a Comment
সবচেয়ে বেশী একদিনের আন্তর্জাতিক ম্যাচে আয়োজনের স্বীকৃতিস্বরুপ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। গতকাল রোববার পাকিস্তান বনাম শ্রীলংকার ম্যাচের মধ্য দিয়ে গিনেস বুক শারজাহকে এই
স্বীকৃতি দেয়।
১৯৮০’র দশকের শুরুতে নির্মিত শারজাহ স্টেডিয়ামটি ১৯৮৪-২০০৩ সালের মধ্যে একদিনের আন্তর্জাতিক ম্যাচের স্বর্গে পরিনত হয়েছিল। যেকোন দলই এই স্টেডিয়ামে খেলার ব্যপারে আগ্রহী ছিল। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ হলে তো কথাই নেই। গতকাল পাকিস্তান- শ্রীলংকার ম্যাচের মধ্য দিয়ে ঐতিহাসিক এই মাঠে ২০১টি আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন হলো। যা একদিনের ক্রিকেট ইতিহাসে ভেন্যু হিসেবে এক অনন্য রেকর্ড।
সফরকারী দুটি দেশের ম্যাচে পরে স্টেডিয়ামে গিনেস রেকর্ড বুকের পক্ষ থেকে ভিন শর্মা সংযুক্ত আরব আমিরাতের উচ্চতর শিা এবং বৈজ্ঞানিক গবেষনা মন্ত্রী এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ানের হাতে সম্মাননা সনদ তুলে দেন। স্টেডিয়ামের এই সম্মাননা পুরো সংযুক্ত আরব আমিরাতকে গর্বিত করেছে বলে উল্লেখ করেছেন শেখ নাহিয়ান।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment