একটি গ্রাহককেন্দ্রিক অপারেটর
হিসেবে রবি তার বিভিন্ন শ্রেণীর
গ্রাহকদের জন্য অব্যাহতভাবে বিভিন্ন
ধরনের ইন্টারনেট প্যাকেজ নিয়ে এসেছে।
এসব অফার দেয়া হচ্ছে গ্রাহকদের
চাহিদার সাথে সঙ্গতি রেখে। রবি সবসময়ই তার সম্মানিত গ্রাহকদের
জন্য পুরাতন অফারে পরিবর্তন আনছে ও নতুন
নতুন অফার দিচ্ছে। আসুন তাহলে রবির সবগুলো ইন্টারনেট
প্যাকেজ সম্পর্কে আলোচনা করা যাক।=== দৈনিক === ২০০ মেগাবাইট ইন্টারনেট প্যাক যে সিমে প্রযোজ্যঃ প্রিপেইড।
মূল্য ও বিস্তারিতঃ ৫৫ টাকা + ভ্যাট
খরচে ২০০ মেগাবাইট ইন্টারনেট। এ
প্যাকেজটি আপনি দিনের যে সময়ই চালু
করুন না কেন এর মেয়াদ থাকবে সংশ্লিষ্ট
দিনের রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। যেভাবে চালু করবেনঃ ডায়াল করুন
*8444*81#।
যেভাবে ব্যবহারের পরিমান
জানবেনঃ *222*81# ডায়াল করে। === মাসিক === ১ গিগাবাইট ইন্টারনেট প্যাক যে সিমে প্রযোজ্যঃ প্রিপেইড।
মূল্য ও বিস্তারিতঃ ৩০ দিন মেয়াদে ১
গিগাবাইট ইন্টারনেট ব্যবহার ২৭৫
টাকা + ভ্যাট খরচে।
যেভাবে চালু করবেনঃ *8444*85#
ডায়াল করে। যেভাবে ব্যবহারের পরিমান
জানবেনঃ *222*81# ডায়াল করে। ৩ গিগাবাইট ইন্টারনেট প্যাক যে সিমে প্রযোজ্যঃ প্রিপেইড।
মূল্য ও বিস্তারিতঃ ৩০ দিন মেয়াদে ৩
গিগাবাইট ইন্টারনেট ব্যবহার ৪৫০
টাকা + ভ্যাট খরচে।
যেভাবে চালু করবেনঃ *8444*84#
ডায়াল করে। যেভাবে ব্যবহারের পরিমান
জানবেনঃ *222*81# ডায়াল করে। ৫ গিগাবাইট ইন্টারনেট প্যাক যে সিমে প্রযোজ্যঃ প্রিপেইড।
মূল্য ও বিস্তারিতঃ ৩০ দিন মেয়াদে ৫
গিগাবাইট ইন্টারনেট ব্যবহার ৬৫০
টাকা + ভ্যাট খরচে।
যেভাবে চালু করবেনঃ *8444*83#
ডায়াল করে। যেভাবে ব্যবহারের পরিমান
জানবেনঃ *222*81# ডায়াল করে। আনলিমিটেড ইন্টারনেট প্যাক (২৪ ঘণ্টা) যে সিমে প্রযোজ্যঃ পোস্টপেইড।
মূল্য ও বিস্তারিতঃ ৩০ দিন
মেয়াদে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার
৭৫০ টাকা + ভ্যাট খরচে।
যেভাবে চালু করবেনঃ সংশ্লিষ্ট
পোস্টপেইড সিম থেকে A লিখে 8555 নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর
কনফার্মেশন মেসেজ পেলে নিশ্চিত করার
জন্য Y লিখে রিপ্লাই দিতে হবে।
পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সংযোগটি চালু
হয়ে যাবে।
যেভাবে ব্যবহারের পরিমান জানবেনঃ প্রযোজ্য নয়। আনলিমিটেড ইন্টারনেট প্যাক
(রাত্রিকালীন) যে সিমে প্রযোজ্যঃ পোস্টপেইড।
মূল্য ও বিস্তারিতঃ ৩০ দিন
মেয়াদে প্রতিদিন রাত ১২ টা থেকে সকাল
৮ টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট
ব্যবহার ২৭৫ টাকা + ভ্যাট খরচে।
যেভাবে চালু করবেনঃ সংশ্লিষ্ট পোস্টপেইড সিম থেকে A2 লিখে 8555
নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর
কনফার্মেশন মেসেজ পেলে নিশ্চিত করার
জন্য Y লিখে রিপ্লাই দিতে হবে।
পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সংযোগটি চালু
হয়ে যাবে। যেভাবে ব্যবহারের পরিমান
জানবেনঃ প্রযোজ্য নয়। === সাপ্তাহিক === ২০ মেগাবাইট ইন্টারনেট প্যাক যে সিমে প্রযোজ্যঃ প্রিপেইড।
মূল্য ও বিস্তারিতঃ ৭ দিন মেয়াদে ২০
মেগাবাইট ইন্টারনেট ব্যবহার ২০ টাকা +
ভ্যাট খরচে।
যেভাবে চালু করবেনঃ *8444*20#
ডায়াল করে। যেভাবে ব্যবহারের পরিমান
জানবেনঃ *222*81# ডায়াল করে। === এছাড়াও আছে === ৩ দিনের ইন্টারনেট বান্ডল প্যাক যে সিমে প্রযোজ্যঃ প্রিপেইড।
মূল্য ও বিস্তারিতঃ ৩ দিন মেয়াদে ৩০
মেগাবাইট ইন্টারনেট ব্যবহার ৩০ টাকা +
ভ্যাট খরচে।
যেভাবে চালু করবেনঃ *8444*33#
ডায়াল করে। যেভাবে ব্যবহারের পরিমান
জানবেনঃ *222*81# ডায়াল করে। যতটুকু ব্যবহার ততটুকু খরচ যে সিমে প্রযোজ্যঃ সকল রবি সংযোগে।
মূল্য ও বিস্তারিতঃ প্রতি কিলোবাইট ২
পয়সা রেটে সকাল ৯.০১ মিনিট থেকে রাত
১২.৫৯ মিনিট পর্যন্ত ও প্রতি কিলোবাইট ১
পয়সা রেটে রাত ১ টা থেকে সকাল ৯
টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার।
যেভাবে চালু করবেনঃ যেকোনো রবি গ্রাহক
তার হ্যান্ডসেটটিতে রবি ইন্টারনেট
সেটিংস কনফিগার করে ব্যবহার শুরু
করতে পারেন।
যেভাবে ব্যবহারের পরিমান জানবেনঃ প্রযোজ্য নয়। [বিঃ দ্রঃ সবগুলো তথ্য রবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http:// www.robi.com.bd/]
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment