জিব্রাল্টার আন্তর্জাতিক
বিমানবন্দরটি পৃথিবীর অন্য সব বিমানবন্দর
থেকে আলাদা।। আপনি কি জানেন এর পিছনের
কারণ?? এটি পৃথিবীর একমাত্র বিমানবন্দর যেখানের
রাস্তায় বিমানের পাশাপাশি সাধারণ
গাড়িও চলাচল করে।। স্পেন থেকে আইসল্যান্ড
যাবার হাইওয়েটি এই রাস্তায় হওয়ায়, যখন
প্লেন নামার বা উঠার সময় হয় তখন
হাইওয়েটি ট্র্যাফিক সিগন্যাল দিয়ে বন্ধ করে দেয়া হয়।। প্লেন চলে গেলে তা আবার
হয়ে উঠে একটি সাধারণ হাইওয়ে।। মজার
ব্যপার হলো, ব্রিটিশ এয়ারলাইন্সের
একটি ফ্লাইট প্রতিদিন এখানে ল্যান্ড
করে থাকে।। ছবিতে প্লেন উড়ার সময়ের
দৃশ্য।। দেখুন তখন সিগন্যাল দিয়ে কিভাবে গাড়ি থামিয়ে দেয়া হয়েছে।
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment