সাপে কাটা রোগীকে সাহস
দিতে হবে যাতে সে আতন্কিত
না হয়৷ এসময় যা দরকার
তাহলো জরুরি ভিত্তিতে প্রাথমিক
চিকিত্সা দেয়া প্রয়োজনে হাসপাতালে পাঠানো৷
সাপের কামড় বা দংশিত স্থান
কোনো কিছু দিয়ে কাটা উচিত নয়৷
কেবলমাত্র ভিজে কাপড়
দিয়ে কিংবা জীবাণুনাশক লোশন
দিয়ে ক্ষতস্থান মুছে দিতে হবে৷ দংশিত স্থান থেকে ভিতরের
দিকে সাথে সাথে গামছা বা কাপড়
দিয়ে কেবলমাত্র একটি গিট
(পায়ে দংশন করলে রানে,
হাতে দংশন করলে কনুইয়ের
উপরে গিট) এমনভাবে দিতে হবে যেন খুব
আঁটসাট বা ঢিলে কোনোটাই না হয়
(যেন একটি আঙ্গুল একটু চেষ্টায়
ভিতরে যেতে পারে)৷ সাপে কাটার স্থান
বেশি নড়াচড়া করা যাবে না কারণ
মাংসপেশী সংকোচন করলে বিষ
দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে৷
োগীকে দ্রুত
হাসপাতালে পাঠাতে হবে এবং কোনোভাবেই
হাটতে দেওয়া যাবে না৷
রোগীকে কাঁধে, খাটিয়ায়
বা দোলনায়
করে হাসপাতালে নিয়ে যেতে হবে ৷ সম্ভব হলে যে সাপে কামড়
দিয়েছে তার প্রজাতি ও
সেটি বিষধর কিনা তা নিরুপনের
জন্য সঙ্গে নিতে হবে৷
এক্ষেত্রে সাপটি মৃত
কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিন৷
জরুরি কোনো উপসর্গ
না থাকলে বিষদাতের চিহ্ন
পরীক্ষার জন্য দংশিত স্থান
পরীক্ষা করে দেখা জরুরি৷
বিষদাঁতের দাগ প্রায় আধা ইঞ্চি ফাঁকে দুটি খোচা দেয়ার
চিহ্ন হিসাবে অথবা কেবল আঁচড়ের
দাগ হিসেবে দেখা যেতে পারে৷
দুটো বিষদঁাতের চিহ্ন
পরিষ্কারভাবে থাকলে মনে করা হয়
সাপটি সম্ভবত বিষধর৷ কিন্তু বিষদাঁতের চিহ্ন না থাকলেও
বিষধর সাপের কামড় হতে পারে৷ কামড়ানোর স্থানে চামড়ার রঙ
বদলে যেতে পারে৷ যেমন
কালচে হওয়া, ফুলে যাওয়া,
ফোসকা পড়া, পচন
ধরা ইত্যাদি হতে পারে আবার
চামড়াতে কোনো পরিবর্তন নাও হতে পারে৷
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment