ইসরাইলে এবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার
চেষ্টা করেছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধা।
বার্তাসংস্থা শিনহুয়া জানিয়েছে, গতকাল
(বুধবার) বিকেলে আল-কুদসে (জেরুজালেম) নিজ
বাসভবনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার
চেষ্টা চালিয়েছে ওই মহিলা। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরীরের প্রায় ২০ ভাগ
মারাত্মকভাবে পুড়ে গেছে বলে জানা গেছে।
গত এক মাসে এ নিয়ে ইসরাইলে চার জন
গায়ে আগুন দিয়ে ইহুদিবাদী সরকারের
কর্মকাণ্ডের প্রতিবাদ জানালো। এর আগে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার
চেষ্টাকারী দুই
ইসরাইলি হাসপাতালে মারা গেছে।
ইহুদিবাদী ইসরাইলে জীবনযাত্রার ব্যয়
বেড়ে যাওয়া এবং সব ধরনের সামাজিক
অবিচার ও বৈষম্যের প্রতিবাদে গত ২২ জুলাই ইসরাইলের মধ্যাঞ্চলীয় ইয়েহুদ
শহরে আকিভা মাফি নামের সাবেক এক
সেনা গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার
চেষ্টা করেন। ঘটনার পর তাকে আশঙ্কাজনক
অবস্থায় তেল হাশোমার
হাসপাতালে ভর্তি করা হয়। ৪৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এ সেনা সদস্যের শরীরের
৮০ ভাগ পুড়ে গিয়েছিল।
পরে তিনি মারা যান। এর আগে, ইসরাইলের রাজধানী তেল
আবিবে মোশে সিলম্যান নামে ৫৭ বছর
বয়সী এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার
চেষ্টা চালান। গায়ে আগুন দেয়ার পর তিনিও
মারা গেছেন। ইসরাইলের অভ্যন্তরে গায়ে আগুন দিয়ে এ
ধরনের আত্মহত্যার ঘটনাকে খুবই বিপজ্জনক
প্রবণতা বলে মনে করা হচ্ছে। অনেক সমাজ
বিজ্ঞানী মনে করছেন, এ প্রবণতা দিন দিন
যদি বাড়তে থাকে তাহলে তা অবৈধ এ
রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দেবে। এ ছাড়া, ইসরাইলের
অভ্যন্তরে যে মারাত্মক সামাজিক বৈষম্য
রয়েছে তার বিরুদ্ধেও জনগণ ব্যাপক মাত্রায়
বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। এতে শাসকগোষ্ঠীর
পতন অনিবার্য হয়ে উঠবে।# ৯ আগস্ট (রেডিও তেহরান):তেহরান রেডিও/
এসএ/৯
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment