"War Underfoot" শিরোনামের এই
ছবিতে দেখা যাচ্ছে একটা ছেলে অসংখ্য
বুলেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছে।
ছবিটি ২০০৩ সালে লাইবেরিয়ার গৃহযুদ্ধের
সময় রাজধানি মনরোভিয়া থেকে তুলেছেন লস
এঞ্জেলস টাইমসের ফটো সাংবাদিক ক্যারোলিন কোল। এই ছবির জন্য তিনি ২০০৪
সালে ফটোগ্রাফির নোবেল খ্যাত Pulitzer
পুরষ্কার লাভ করেন। উল্লেখ্য, লাইবেরিয়াতে ২ বার গৃহযুদ্ধ হয়।
প্রথমবার হয় ১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত।
'৯৬ সালের সাধারন নির্বাচনের মাধ্যমে এ
গৃহযুদ্ধের অবসান ঘটে। ক্ষমতায় আসেন
"চার্লস টেইলর"। দ্বিতীয়বার গৃহযুদ্ধ
বাধে ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত। এসময় প্রতিবেশী গিনির সহযোগিতায় লাইবেরিয়ার
উত্তরাংশে গড়ে উঠে বিদ্রোহী গ্রুপ
Liberians United for Reconcilliation and
Democracy (LURD) । ২০০৩
সালে লাইবেরিয়ার
দক্ষিনাংশে গড়ে উঠে আরেকটা বিদ্রোহী গ্রুপ Movement for Democracy in liberia । এই
সময় ক্ষমতাসীন চার্লস টেইলর সরকার
লাইবেরিয়ার মাত্র এক তৃতীয়াংশ শাসন
করতে পারতেন, বাকিটা ছিল বিদ্রোহিদের
দখলে। নিজ দেশে গৃহযুদ্ধ চলা সত্বেও টেইলর
প্রতিবেশী দেশ সিয়েরা লিওনের বিদ্রোহী গোষ্ঠি গুলোকে মদদ দিতেন অস্ত্র ও
জ্বালানি দিয়ে। পরিস্থিতি ভয়াবহ রূপ
নিলে জাতিসংঘ ২০০৩
সালে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠায়।
বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীও
সেখানে শান্তি স্থাপনে কাজ করে চলছে ।
অনুসন্ধান করুনঃ
ফেসবুকে যোগ দিনঃ
হৃদয়ের অন্তস্থল থেকেঃ
জনপ্রিয় লেখাঃ
বিভাগঃ
- ই বুক (12)
- ইসলামিক (24)
- ওয়েব ডিজাইন (15)
- কবিতা (6)
- গল্প (11)
- গান (6)
- গিনেস বুক অফ ওয়াল্ড রেকডস (20)
- জীবনি (3)
- টিপস এন্ড ট্রিকস (41)
- টেক সংবাদ (62)
- ডাওনলোড (3)
- তথ্য প্রযুক্তি (9)
- প্রাণী বৈচিত্র্য (31)
- ফান জোন (3)
- বিস্ময়কর তথ্য (2)
- মোবাইলীয় (46)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment