Tuesday, August 14, 2012

নির্দিষ্ট তথ্যের জন্য GOOGLEথেকে সবচেয়ে ভালো সার্চরেজাল্ট পাওয়ার পদ্ধতি

Leave a Comment
গুগলের অসংখ্য সার্চ অপারেটর
আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের
কাঙ্ক্ষিত তথ্যের সার্চ রেজাল্টকে খুব
সহজেই নিয়ন্ত্রণ করতে পারি।
তবে সবগুলো অপারেটর মনে রাখাও
যে কারও পক্ষে খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাড়াতে পারে। এ কারণেই এই
পোস্টে সবচেয়ে সাহায্যকারী এবং
বহুলব্যবহৃত কয়েকটি সার্চ ট্রিক্স আজ
আপনাদের সাথে শেয়ার করব।
যেগুলো ব্যবহার করে খুব সহজেই
আপনি আপনার কাঙ্ক্ষি তথ্যগুলি ইন্টারনেটে খুঁজে পাবেন
বলে আমার বিশ্বাস। প্রথমেই দেখা যাক গুগলের সার্চ
অপারেটরের
কমন সিনট্যাক্সটা কি?
Operator:parameter
দ্রষ্টব্য: কোলন চিহ্নের কোন পাশেই স্পেস
দেবেন না। আরও মনে রাখবেন সার্চ অপারেটরগুলো সব কেস সেনসিটিভ [sb]#site : এই অপারেটরটি যে কোন
নির্দিষ্ট ওয়েব সাইট কিংবা এর সাব
ডোমেইন
এ তথ্য খুঁজে বের করার জন্য খুবই কার্যকরী। উদাহরণ ১: sakib site:cricinfo.com এই
সার্চটি আপনাকে শুধুমাত্র
ক্রিকইনফো এবং এর
সাব-ডোমেইন থেকে সাকিবের উপর সমস্ত
ওয়েব পেজ রিটার্ন করবে।
উদাহরণ ২: Evolution site:edu – এই সার্চটি বিবর্তনের উপর শুধুমাত্র
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েব ডোমেইন
থেকে পাওয়া সার্চ রেজাল্ট
আপনাকে দেখাবে। #filetype : আপনি গুগলে এই অপারেটর
ব্যবহার করে যে কোন ধরণের প্রেজেন্টেশন
স্লাইড খুব সহজেই খুঁজে বের করতে পারবেন।
উদাহরণ ৩: Software design
filetype:ppt এটি ব্যবহার করতে পারেন
যখন আপনি সফটওয়্যার ডিজাইনের উপর পাওয়ার পয়েন্ট স্লাইড খুঁজছেন। উদাহরণ ৪: Software design
filetype:pdf সফটওয়্যার ডিজাইনের উপর
শুধুমাত্র পিডিএফ ফাইল সহ পেজ রিটার্ন
করবে।
উদাহরণ ৫: Software design
filetype:pdf site:edu এই সার্চটি আপনাকে শিক্ষাপ্রতিষ্ঠানের
ডোমেইন গুলো থেকে পিডিএফ ফাইল সহ
ওয়েবপেজ রিটার্ন করবে। #inurl : আপনি যদি কোন নির্দিষ্ট
কি ওয়ার্ড কোন ওয়েব পেজের URL এ
খুঁজে পেতে চান তবে এই অপারেটরটি খুব
কাজে লাগবে।
উদাহরণ ৬: Inurl:bangla
আপনাকে যে সমস্ত ওয়েব পেজের URL এ bangla শব্দটি আছে শুধুমাত্র সে সমস্ত
ওয়েব পেজ রিটার্ন করবে।
উদাহরণ ৭: inurl:program filetype:java
এই সার্চটি জাভা সোর্স ফাইল রিটার্ন
করবে যেখানে program শব্দটি URL এ
উপস্থিত আছে। আপনি ইচ্ছা করলে allinurl অপারেটর ব্যবহার করতে পারেন যখন
আপনি একের অধিক কি ওয়ার্ড URL এ
খুঁজবেন।
যেমন: allinurl: bangla music #intitle: আপনি যদি পেজ টাইটেলে খুব কমন
কোন শব্দ খুঁজে পেতে চান তাহলে এটি খুবই
উপকারী।
উদাহরণ ৮: intitle:hacking আপনাকে এমন
সব ডকুমেন্ট সহ ওয়েব পেজ রিটার্ন
করবে যার টাইটেলে hacking শব্দটা আছে।
উদাহরণ ৯: intitle:hacking filetype:pdf
এই সার্চটি হ্যাকিংয়ের উপর পিডিএফ
ফাইল সহ ওয়েব পেজ রিটার্ন করবে।
আপনি যদি allintitle: একের অধিক কি ওয়ার্ড
টাইটেলে খুঁজে পাওয়ার জন্য এটি ব্যবহার করতে পারেন । যেমন allintitle:hacking
virus filetype:pdf #define : গুগল সার্চকে যদি অভিধান
হিসাবে ব্যবহার করতে চান তবে এটা খুবই
সাহায্যকারী। ইন্টারনেটে অনেক
ডেডিকেটেড অভিধান সাইট
রয়েছে তবে গুগলের এই অপশনটি সেগুলোর
চেয়ে অনেক বেশি কার্যকরী। উদাহরণ ১০: define:hacker
আপানকে hacker শব্দের
মানে ব্যাখ্যা করা আছে এমন সব ওয়েব পেজ
রিটার্ন করবে।
উদাহরণ ১১: define:netwrok security
আপানকে নেটওয়ার্ক সিকিউরিটির মানে সহ
সব ওয়েব পেজ রিটার্ন করবে।
দ্রষ্টব্য: define শব্দটির আগে কোন কিছু
টাইপ করা যাবে না। অথবা অন্য কোন
অপারেটরের
সাথে এটাকে একসাথে ব্যবহার করা যাবে না যেমনটা উপরে আমরা
দেখেছি। #OR: কয়েকটি সার্চ
রেজাল্টকে একসাথে করতে চাইলে এটি
ব্যবহার করা যায়। গুগল And
সার্চটি অটোমেটিক ভাবেই
কয়েকটি কি ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার
করে থাকে। কিন্তু কখনও কখনও OR এর ব্যবহার খুবই দরকারি হতে পারে।
উদাহরণ ১২: hacking filetype:pdf OR
filetype:doc হ্যাকিংয়ের উপর উভয় ধরণের
ফাইল খুঁজে পেতে এটা আপনাকে সাহায্য
করবে। উদাহরণ ১৩: car site:en.wikipedia.org
OR site:howstuffworks.com গাড়ির
উপর তথ্যসহ ওয়েব পেজ সার্চ শুধুমাত্র এই
দুটি সাইটের মধ্যে সীমাবদ্ধ রাখবে।
দ্রষ্টব্য: OR অবশ্যই বড় হাতের
হবে এবং এর পরে কোলন ব্যবহার করা যাবেনা। আশা করি উপরের এই ট্রিক্সগুলি আজকের পর
থেকে ইন্টারনেটে খুব সহজেই এবং খুব
তাড়াতাড়ি আপনার কাঙ্ক্ষিত তথ্য
খুঁজে পেতে সাহায্য করবে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment