Thursday, June 20, 2013

শেখ মুজিব সানি লিওনের বাসায় !

Leave a Comment

হাতের মোবাইলটা বেজে উঠতেই দেখি +91....... নাম্বার!
বুজলাম ভারত থেকে কেউ কল করেছে.....

-হ্যালো,হু আর তুমি?
-ভাই বাংলাতে কন,আমি বাংলা বুঝি!
-ও,তুমি কেডা?
-ভাই,আমি সানি লিওনের প্রেমিক!
-পাইস্তে পাইচ্ছিনা!
আমার কাছে কল দিছেন কেন?
-ভাইরে আমার দুঃখের কথা কইতাম :'(
-আইচ্ছা বল....
-শেখ মুজিব আমার প্রেমিকা আই মিন সানি লিওনেরে .গ করতেছে!
(কান্নার আওয়াজ)
-ধুর ছাগল, শেখ মুজিব তো ১৫ আগস্ট ১৯৭৫ এ মইরা গেছে!
-না ভাই মরে নাই!
গায়ে রং মাইখা শুয়ে ছিল!!
-ধুর বিশ্বাস হয়না!
-ভাই বিশ্বাস করেন আর নাই করেন কথাটা কিন্তু হাছা!
শেখ মুজিব এখন সানি লিওনের বাসায়!!!

এর পর কলটা গেল :'( :'(
▂ ▃ ▅ ▆ █ নব্য রাজাকার █ ▆ ▅ ▃ ▂


[কপি করিলে অবশ্যই কার্টেসি দিবেন,নাইলে গায়ে রং মাইখা দিমু!]

0 মন্তব্য(সমূহ):

Post a Comment